গ্রহের রাজা সূর্যকে নবগ্রহদের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সূর্য প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে। এরকম অবস্থায় পুরো রাশিচক্র সম্পূর্ণ করার জন্য প্রায় এক বছরের সময় নেয় সূর্য। যার প্রভাব মানুষের ওপর পড়তে দেখা যায়। সূর্যকে মান-সম্মান, সুখ-সমৃদ্ধি, আত্মার কারক বলে মনে করা হয়। এরকম অবস্থায় সূর্যের রাশি পরিবর্তন করার প্রভাব প্রত্যেক রাশির জাতকদের জীবনে পড়তে দেখা যায়। জেনে রাখুন, ১৬ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করে ফেলেছে। এরকম পরিস্থিতিতে অনেক রাশির ভাগ্য চমকাতে পারে। কিন্তু সূর্যের ওপর পুত্র শনির অশুভ দৃষ্টি পড়ছে, যার ফলে কিছু রাশির জাতকদের জীবনে সমস্যা দেখা দিতে পারে। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই রাশির জাতকদের ওপর সূর্য-শনির অশুভ দৃষ্টি থাকবে।
মেষ রাশি
এই রাশির জাতকদের একটু সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়বে। ব্যবসা ও কেরিয়ারে খুব একটা সফল হতে পারবেন না। চাকুরিজীবিদের কাজে একটু ঢিলেমি দেখা যেতে পারে। আপনি যে পরিশ্রম করছেন তার ফল এখনই পাবেন না। যার ফলে আপনি অখুশি থাকবেন। ব্যবসায় এইসময় বুঝেশুনে বিনিয়োগ করুন। নয়তো অর্থহানি হতে পারে। অতিরিক্ত খরচে চিন্তা বাড়বে। একটু সামলে চলতে হবে তাই।
কর্কট রাশি
এই রাশির জাতকদেরও ১৫ ডিসেম্বর পর্যন্ত সামলে থাকতে হবে। স্বাস্থ্যের সমস্যা চারগুণ বাড়বে। গর্ভবতী মহিলাদের এই সময় খুবই সাবধানে থাকতে বলা হয়েছে। নিজের জীবনযাপনের ওপর একটু মনোযোগ দিন। সন্তানের পক্ষ থেকে একটু চিন্তায় থাকবেন। ধার্মিক কাজে অধিক খরচ হতে পারে।
বৃশ্চিক রাশি
স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তায় থাকবেন। হার্ট, হাড়, ও পেট সংক্রান্ত সমস্যায় ভুগবেন। অপ্রয়োজনীয় খরচ হতে পারে। জীবনে একাধিক সমস্যা কড়া নাড়তে পারে। চাকরি বদলানোর সিদ্ধান্ত নিতে পারে। তাই সতর্ক থাকুন, কারণ আপনার ক্ষতি হতে পারে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)