Advertisement

Surya Gochar 2025: কর্কট ছেড়ে তুলায় সূর্য, ভাগ্য ফিরছে ৩ রাশির, বাড়বে টাকা, মান-সম্মান

Surya Gochar 2025 Bengali: সূর্য রাশি পরিবর্তন। ২০২৫ সালে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশি পরিবর্তনের প্রভাব পড়বে ১২টি রাশির উপরই। তবে বিশেষ সুফল পাবেন ৩টি রাশির জাতক-জাতিকারা বৃষ, সিংহ এবং তুলা। 

নতুন সপ্তাহে সূর্য গোচর। নতুন সপ্তাহে সূর্য গোচর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2025,
  • अपडेटेड 6:56 PM IST
  • ২০২৫ সালে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশি পরিবর্তনের প্রভাব পড়বে ১২টি রাশির উপরই।
  • বিশেষ সুফল পাবেন ৩টি রাশির জাতক-জাতিকারা বৃষ, সিংহ এবং তুলা।
  • আগামী ১৭ অক্টোবর ২০২৫, সূর্য প্রবেশ করবে তুলা রাশিতে।

Surya Gochar 2025 Bengali: সূর্য রাশি পরিবর্তন। ২০২৫ সালে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশি পরিবর্তনের প্রভাব পড়বে ১২টি রাশির উপরই। তবে বিশেষ সুফল পাবেন ৩টি রাশির জাতক-জাতিকারা বৃষ, সিংহ এবং তুলা। পঞ্জিকা অনুযায়ী, সূর্য ইতিমধ্যেই কর্কট রাশিতে প্রবেশ করেছে। আগামী ১৭ অক্টোবর ২০২৫, সূর্য প্রবেশ করবে তুলা রাশিতে। এই পরিবর্তন বড় প্রভাব ফেলবে জীবনে—সুখ, পদোন্নতি, অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে আসবে পরিবর্তন।

বৃষ রাশি (Vrushabh Rashi): ভাগ্য ফিরছে, আসছে টাকাপয়সা
বৃষ রাশির জন্য সূর্যর রাশি পরিবর্তন হবে বিশেষ উপকারী। এই সময় ভাগ্যের পুরোমাত্রায় সহায়তা পাবেন। ধর্মীয় কাজে মন বসবে। বহুদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে। সমাজে মর্যাদা বাড়বে।

পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। চাকরি ক্ষেত্রে মিলবে ইতিবাচক পরিবর্তন। প্রেমজ সম্পর্ক হবে সুখময়। আর্থিক সমস্যা দূর হবে, এবং নতুন ইনকামের রাস্তা খুলবে।

সিংহ রাশি (Singh Rashi): পদোন্নতি ও মান-সম্মান
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময় দারুণ শুভ। আর্থিক দিক থাকবে মজবুত। পরিবারে আসবে আনন্দ ও সমৃদ্ধি। ছাত্রছাত্রীদের জন্যও এই সময় ভালো।

বন্ধুদের সঙ্গে সময় কাটবে আনন্দে। পরিবারের কাছ থেকে মিলবে পূর্ণ সমর্থন। সমাজে মর্যাদা বাড়বে। সঙ্গী আপনাকে সুখবর দেবেন। পরিবারের সঙ্গে ভ্রমণের সুযোগ আসবে। চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল, কাজেও মিলবে সাফল্য।

তুলা রাশি (Tula Rashi): প্রেম, অর্থ ও পরিবারের শুভ যোগ
সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করবে, তখন তুলা রাশির মানুষদের জন্য সময়টা হয়ে উঠবে অত্যন্ত শুভ। ধর্মীয় স্থানে যাত্রা হতে পারে। দূর ভ্রমণের সুযোগ মিলবে।

চাকরির ক্ষেত্রে পেতে পারেন বেতন বৃদ্ধি। আটকে থাকা টাকা ফিরে আসবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। আর্থিক সমস্যা কাটিয়ে নতুন রোজগারের পথ খুলবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement