Advertisement

Surya Shani Good Effect: শনির ঘরে প্রবেশ পিতা সূর্যের, জানুয়ারিতে অর্থলাভের প্রবল যোগ ৩ রাশির

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য প্রতিমাসে রাশি পরিবর্তন করে। আর এই পরিবর্তনকে সংক্রান্তি বলা হয়ে থাকে। সূর্য যে রাশিতে প্রবেশ করে, সেই রাশি অনুযায়ী সংক্রান্তির নাম হয়ে থাকে। নতুন বছর ২০২৬-এর জানুয়ারিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে।

২০২৬-এর লাকি রাশি কারা?২০২৬-এর লাকি রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2025,
  • अपडेटेड 7:29 PM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য প্রতিমাসে রাশি পরিবর্তন করে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য প্রতিমাসে রাশি পরিবর্তন করে। আর এই পরিবর্তনকে সংক্রান্তি বলা হয়ে থাকে। সূর্য যে রাশিতে প্রবেশ করে, সেই রাশি অনুযায়ী সংক্রান্তির নাম হয়ে থাকে। নতুন বছর ২০২৬-এর জানুয়ারিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। সূর্যের শনির রাশিতে প্রবেশকে মকর সংক্রান্তি বলা হয়। আর এইদিন থেকে শুভ কাজও শুরু হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের শনির রাশিতে গোচর অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এই বদল অনেক রাশির জন্য বড় পরিবর্তন ও লাভদায়ক বলে মনে করা হচ্ছে। আসুন জেনে নিন সেই সৌভাগ্যশালী রাশি আসলে কারা। 

মীন রাশি
সূর্যের মকর রাশিতে গোচর আপনার জন্য লাভ, সফলতা ও প্রগতি নিয়ে আসবে। কেরিয়ারে পদোন্নতি হবে। পরিশ্রমের ফল পাবেন। পদোন্নতি পাবেন, নতুন দায়িত্ব আসবে এবং বেতন বৃদ্ধি হবে। কর্মস্থানে আপনার প্রতিষ্ঠা বাড়বে ও আপনার সিদ্ধান্তের প্রশংসা হবে। ব্যবসায়ীদের জন্য এই সময় খুবই ফলদায়ক প্রমাণিত হবে। ব্যবসায় বড় সফলতা পাবেন। হঠাৎ করে অর্থালাভ হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। পরিবারের সঙ্গে সম্পর্ক মধুর হবে। স্বাস্থ্য আগের চেয়ে ভাল হবে। 

মকর রাশি
সূর্যের এই গোচর এই রাশির জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। এদের এই সময় আত্মবিশ্বাস, শক্তি ও আকর্ষণ বাড়বে। সমাজ ও কর্মস্থানে মান-সম্মান বাড়বে। আপনার সব পরিকল্পনা সফল হবে ও নতুন সুযোগ সৌভাগ্য নিয়ে আসবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। নতুন চ্যালেঞ্জ এলেও তা সহজে পার করে যাবেন। অবিবাহিতদের জন্য এই সময়কাল শুব। বিয়ের ভাল প্রস্তাব আসবে।

বৃশ্চিক রাশি
পরিশ্রমের পূর্ণ ফল পাবেন সূর্যের গোচরে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং জীবনে সুখ-সমৃদ্ধি আসবে। কেরিয়ার এই সময় সক্রিয় থাকবে। কাজের জন্য সফর করতে পারেন। আপনার পরিশ্রম দেখে পদোন্নতির সুযোগ আসবে। আর্থিক দিক জোরালো হবে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত পড়ুয়াদের জন্য এই সময় অনুকূল। বিদেশে যাওয়ার সুযোগ আসবে। নিজেকে শক্তিমান বলে মনে করবেন।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement