অগাস্ট মাসে ৩ বার নিজের চাল বদলাবে সূর্যয এর জেরে ৩ রাশির জীবনে আসবে আচ্ছে দিন।
গ্রহের রাজা সূর্যদেব গ্রহ মণ্ডলে বিশেষ স্থান পান। জ্যোতিষ শাস্ত্রে সূর্য দেব মান-সম্মান এবং প্রতিষ্ঠার কারক হিসেবে চিহ্নিত হন।
সূর্যদেব প্রতি মাসেই এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করেন। ১২টি রাশিতেই এর গভীর প্রভাব পড়ে। দ্রিক পঞ্জিকা অনুসারে, সূর্যদেব অগাস্ট মাসে ৩ বার নিজের চাল বদল করবেন।
সূর্যদেব ৩ অগাস্ট শ্লেষা নক্ষত্রে গোচর করবেন। যেখানে তিনি ৩০ অগাস্ট পর্যন্ত থাকবেন। এরপর ৩০ অগাস্টে সূর্যদেব পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচর করবেন। এর মাঝেই আবার সূর্যদেবতা ১৭ অগাস্ট স্বয়ং নিজের রাশিতেই গোচর করবেন। ফলে সূর্যদেবের ৩ বার চাল বদল হবে। এর প্রভাবে কয়েকটি রাশির জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। লাভবান হবে সেই রাশির জাতকরা।
অগাস্টে লাভবান হবেন কোন রাশির জাতকরা?
সিংহ: এই রাশির জাতকদের জন্য সময়টা অত্যন্ত ভাল। পুরনো আটকে থাকা কাজে গতি আসবে। ব্যবসায় মুনাফা হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের।
তুলা: অগাস্ট মাসে সূর্যের ৩ বার চাল বদলানোয় তুলা রাশির জাতকরা লাভবান হবেন। মনের ইচ্ছে অনুযায়ী ফল পাবেন এঁরা। ব্যবসায়ীদের বড় ডিল হাতে আসতে পারে। স্বাস্থ্যেরও উন্নতি হবে এই রাশির জাতকদের।
বৃশ্চিক: সূর্যদেবের ৩ বার চাল বদলানো জীবনে খুশি নিয়ে আসবে বৃশ্চিক রাশির জাতকদের। পরিবারে সুখ আসবে। বিনিয়োগে বড় লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের আয়ের ক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে।