সূর্যদেবকে গ্রহের রাজা বলা হয়ে থাকে। সূর্যদেব সময়ে সময়ে নিজের রাশি বদল করে থাকেন। এর প্রভাব সব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। ২০ জুলাই সূর্যদেব পুষ্য নক্ষত্রে গোচর করে ফেলেছে। এই নক্ষত্রের অধিপতি হলেন শনি। সূর্য ও শনির মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক। তাই বলা চলে, পিতা সূর্য পুত্র শনির নক্ষত্রে প্রবেশ করেছে। এতে ৩ রাশির ভাগ্য চমকাবে। আর্থিক লাভ হবে। সমাজে পদ-প্রতিষ্ঠা অর্জন করতে পারবেন। আসুন জেনে নিই সেই ভাগ্যশালী রাশি কারা।
কর্কট রাশি
এই রাশির জাতকদের সূর্যের পুষ্য নক্ষত্রে যেতেই লাভ হবে। আপনার আমদানি বাড়ার যোগ তৈরি হচ্ছে। অফিসের বস আপনার কাজে খুশি থাকবেন। আপনাকে বড় কোনও দায়িত্ব দিতে পারে। পুরনো বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। পরিকল্পিত যোজনা সফল হবে। আপনি নিজের ব্যবসা শুরু করতে পারবেন।
তুলা রাশি
সূর্যদেব নিজের পুত্রের নক্ষত্রে প্রবেশ করতেই এই রাশির অবস্থা অনুকূল হবে। পরিবারে কোনও মাঙ্গলিক বা শুভ কাজ হওয়ার যোগ তৈরি হবে। পৈতৃক সম্পত্তি মিলতে পারে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনার সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। চাকরি বদল করার চিন্তা ভাবনা করলে তা ভাল প্যাকেজ সহ পেতে পারেন।
কন্যা রাশি
আপনাদের জন্য এই নক্ষত্র গোচর বেশ লাভজনক হবে। আপনি চাকরিতে বেতন বৃদ্ধির সঙ্গে প্রমোশন পেতে পারেন। প্রমোশনের সঙ্গে ট্রান্সফরের যোগও তৈরি হচ্ছে। আপনার সব ইচ্ছে পূরণ হবে। অর্থ উপার্জনের কোনও রাস্তা খুলে যাবে। প্রেমের সম্পর্কে সুখ পাওয়া যাবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় উপভোগ করতে পারবেন। আপনি পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)