Advertisement

Surya Grahan 2023 Lucky And Unlucky Zodiac Sign : বছরের প্রথম সূর্য গ্রহণ ৩ রাশির জন্য শুভ, অশুভ ফল ৩ রাশিতে

২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ২০ এপ্রিল। ভারতে, এই সূর্যগ্রহণ সকাল ৭টা ৪ মিনিট থেকে থেকে শুরু হয়ে দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত চলবে। যদিও এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই এর সুতাক কালও ভারতে বৈধ হবে না। এই সূর্যগ্রহণ মেষ রাশিতে ঘটছে এবং এটি সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপরেই বড়সড় প্রভাব ফেলতে চলেছে। বছরের প্রথম এই সূর্যগ্রহণ দেখা যাবে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণের দেশগুলি থেকে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Mar 2023,
  • अपडेटेड 9:08 PM IST
  • সামনের মাসে সূর্যগ্রহণ
  • দেখা যাবে না ভারত থেকে
  • কেমন প্রভাব রাশিফলে?

২০২৩ সালে হতে চলেছে ২টি সূর্যগ্রহণ (Surya Grahan 2023) এবং ২টি চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2023)। এর মধ্যে প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে আগামী ২০ এপ্রিল। এরপর আগামী অক্টোবরে হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে তখনই ঘটে সূর্যগ্রহ। ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় তৈরি হয় সূতক কাল। এই সময় কিছু কাজ করা নিষেধ থাকে। চলুন জেনে নেওয়া যাক ভারতে বছরের প্রথম সূর্যগ্রহণ আগামী ২০ এপ্রিল কোন সময় ঘটতে চলেছে। পাশাপাশি মানুষের জীবনে এর ভাল-মন্দ প্রভাব সম্পর্কেও জেনে নেওয়া যাক।

ভারতে সূর্যগ্রহণের তারিখ ও সময়
২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ২০ এপ্রিল। ভারতে, এই সূর্যগ্রহণ সকাল ৭টা ৪ মিনিট থেকে থেকে শুরু হয়ে দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত চলবে। যদিও এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই এর সুতাক কালও ভারতে বৈধ হবে না। এই সূর্যগ্রহণ মেষ রাশিতে ঘটছে এবং এটি সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপরেই বড়সড় প্রভাব ফেলতে চলেছে। বছরের প্রথম এই সূর্যগ্রহণ দেখা যাবে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণের দেশগুলি থেকে।

সূর্যগ্রহণ এই রাশিগুলির ওপর অশুভ প্রভাব ফেলবে
সূর্যগ্রহণের প্রভাব ১২টি রাশির ওপরেই পড়বে। তবে যেহেতু এই সূর্যগ্রহণ মেষ রাশিতে হচ্ছে, তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য এটিকে কোনওভাবেই শুভ বলা যাবে না। মেষ রাশির জাতক জাতিকারা গ্রহণকে ঘিরে নিজেদের কর্মজীবনে বিভ্রান্ত বোধ করতে পারেন। টেনশন থাকবেই। এছাড়াও সিংহ ও কন্যা রাশির জাতকদেরও কর্মজীবনে সমস্যা হতে পারে। থাকবে চাপ। কথাবার্তায় সংযম রাখুন, না হলে ক্ষতি হতে পারে।

যে সমস্ত রাশির ওপর সূর্যগ্রহণের শুভ প্রভাব
অন্যদিকে বছরের প্রথম সূর্যগ্রহণ বৃষ, মিথুন এবং ধনু রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে। বৃষ রাশির মানুষ নতুন চাকরি পেতে পারেন। জীবনে বড় এবং শুভ কিছু ঘটতে পারে। ঋণ পরিশোধে সফল হবেন। জীবনে সুখ বাড়বে। অন্যদিকে, মিথুন রাশির জাতক জাতিকারা কোনও বড় বিষয়ে স্বস্তি পাবেন। সন্তান সুখ পাবেন। এই সূর্যগ্রহণ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সম্পদ বয়ে আনবে। পদমর্যাদা ও সামাজিক মর্যাদাও মিলবে। আয় বৃদ্ধি পাবে। 

Advertisement

আরও পড়ুন - 'চিরকুটে চাকরি পেয়েছিলেন সুজনের স্ত্রী', অভিযোগ TMC-র; জবাব CPM নেতার

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement