২৯ মার্চ ২০২৫, শনিবার শনিদেব নিজের রাশি পরিবর্তন করতে চলেছে। শনিবার রাত ১১টা বেজে ১ মিনিটে কর্মফল দাতা শনি মীন রাশিতে গোচর করবেন। শনির মীন রাশিতে যেতেই কিছু রাশিতে শনির সাড়েসাতি ও শনির ঢাইয়া থেকে মুক্তি পাবে। আর কিছু রাশির জাবনে সাড়েসাতি ও ঢাইয়ার অশুভ প্রভাব শুরু হবে। আসুন জেনে নিই সেই রাশিগুলো কারা।
মেষ রাশি
এই রাশির আগামী আড়াই বছর বিগড়াতে চলেছে। শনির সাড়েসাতির প্রথম চরণ শুরু হবে। মেষ রাশিতে ২০৩২ সাল পর্যন্ত সাড়েসাতি চলবে। ২০৩২ সালে শনি রাশি পরিবর্তন করবে, তখন মেষ রাশির ওপর থেকে শনির সাড়েসাতির প্রভাব কমবে।
সিংহ ও ধনু রাশি
শনির কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করতেই সিংহ ও ধনু রাশির ওপর শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। আড়াই বছর পর্যন্ত সিংহ ও ধনু রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব থাকবে।
কুম্ভ রাশি
শনি মীন রাশিতে এন্ট্রি নিতেই কুম্ভ রাশির সাড়েসাতির শেষ চরণ শুরু।
ধনু রাশি
এই রাশিতে শনির ঢাইয়া শুরু হবে। তাই এই রাশিকেও সাবধানে থাকতে হবে।
ঢাইয়া ও সাড়েসাতি থেকে মুক্তি
২৯ মার্চ শনির মীন রাশিতে প্রবেশ করতেই মকর রাশি মুক্তি পাবে সাড়েসাতি থেকে। এছাড়াও কর্কট ও বৃশ্চিক রাশিরা ঢাইয়া থেকে মুক্তি পাবেন। এর ফলে শনির অশুভ প্রভাব আর তাঁদের জ্বালাবে না। জীবনে উন্নতির রাস্তা খুলে যাবে, ধন-সমৃদ্ধি আসবে। পদ-প্রতিষ্ঠান পাবেন এঁরা।
সাড়েসাতি ও ঢাইয়ার মধ্যে ফারাক
সাড়েসাতি সাড়ে ৭ বছর পর্যন্ত চলে, আর ঢাইয়া আড়াই বছর পর্যন্ত চলে। শনি গোচর কোষ্ঠীর ১২তম ঘরে, প্রথম ও দ্বিতীয় ঘরে হলে সাড়েসাতি লাগে। আবার শনি গোচর কোষ্ঠীর চতুর্থ বা অষ্টম ঘরে হলে তাতে ঢাইয়া লাগে। সাড়েসাতির প্রভাব বেশি হয় আর ঢাইয়ার কম। শনির সাড়েসাতি ও ঢাইয়া ব্যক্তির জীবনে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জে ভরা সময় বলে মনে করা হয়। শনির এই দুই দশা মানসিক অশান্তি, অসুখ, অর্থের অভাব, সম্পর্কে অশান্তির মতো সমস্যা দিয়ে থাকে। তাই এই সময়কালে খুব সামলে চলতে হয়।