Advertisement

Surya Grahan Saturn Effect Zodiacs: গ্রহণ থেকে ৭ দিন শনির রোষে কোন রাশি, কারা লাকি

এই গ্রহণ আশ্বিন অমাবস্যায় হচ্ছে। সূর্য কন্যা রাশিতে এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অবস্থিত।  কন্যা রাশিতে অবস্থান করছে চন্দ্র এবং বুধও। মীন রাশিতে অবস্থিত শনিও প্রভাব ফেলছে।

সূর্যগ্রহণের রাশিফলসূর্যগ্রহণের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Sep 2025,
  • अपडेटेड 10:54 PM IST
  • ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ।
  • ভারতে দেখা যাবে না।

বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বর। ওই দিন রাত ১১টায় শুরু হবে। এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। ফলে অশুভ সময় থাকছে না। তাই নেতিবাচক প্রভাব পড়বে না। এই গ্রহণ আশ্বিন অমাবস্যায় হচ্ছে। সূর্য কন্যা রাশিতে এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অবস্থিত।  কন্যা রাশিতে অবস্থান করছে চন্দ্র এবং বুধও। মীন রাশিতে অবস্থিত শনিও প্রভাব ফেলছে। শনির প্রভাবে কোন কোন রাশির লাভ, কাদের লোকসান, জেনে নেওয়া যাক।

মেষ রাশি: এই সূর্যগ্রহণ মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য খুবই শুভ হতে পারে। পরিবারের সকঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক সুবিধাও পেতে পারেন।

বৃষ রাশি: ইতিবাচক ফল পাবেন। এই রাশির জাতক ও জাতিকাদের সম্পদ বৃদ্ধির পাবে। আপনি সুসংবাদ পেতে পারেন। এই সময় শুভ কাজ শুরু করলে ভালো ফল পাবেন।

মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের মানসিক চাপ বাড়বে। পরিবারে হতে পারে অশান্তি।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের সঙ্গ দেবে ভাগ্য। আপনি সম্পদ লাভ করবেন। সমাজে সম্মান বাড়বে। অপ্রত্যাশিত আর্থিক লাভও হতে পারে।

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের সাবধানে থাকতে হবে। কারণ তাঁদের অধিপতি সূর্যদেব। আবার শনির ঢাইয়া চলছে। তাই বিপদ আসতে পারে।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সময়টা অশুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে সতর্ক হোন। আর্থিক ক্ষতি এবং দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। মানসিক অস্থিরতার যোগ। অপ্রয়োজনীয় খরচ। মনে বিভ্রান্তি দেখা দিতে পারে।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক ও জাতিকারা শেষ সূর্যগ্রহণ শুভ ফল পেতে পারেন। তাঁরা হঠাৎ আর্থিক লাভ করবেন।

ধনু রাশি: এই রাশির জন্য সূর্যগ্রহণ সৌভাগ্যের হতে পারে। ইতিবাচক ফল পাবেন। আয় বাড়ার যোগ।

মকর রাশি: এই রাশির জন্য অশুভ বার্তা আনতে চলেছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। তবে দশম ঘরে মঙ্গলের উপস্থিতি তাঁদের শক্তি বাড়াবে।

Advertisement

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের উদ্বেগ এবং অস্থিরতা বাড়তে পারে। অসুস্থ হতে পারেন। রাস্তায় সাবধানে চলাফেরা করুন।

মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকারা বিবাহিত জীবনে দ্বন্দ্ব এবং কলহ হতে পারে। কথার্বাতায় সতর্ক হোন। কারও সঙ্গে তর্কে জড়াবেন না। কর্মক্ষেত্রেও মুখে লাগাম দিন।

Read more!
Advertisement
Advertisement