জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যকে গ্রহদের রাজা বলে মনে করা হয়। প্রতি মাসেই সূর্য রাশি পরিবর্তন করেন। যার ফলে জীবনে আসে বড় বদল। যাঁদের জন্মছক বা কুণ্ডলিতে সূর্য শক্তিশালী থাকেন, তাঁদের জীবনে সুখ, সমৃদ্ধি, সম্মান ও পদে উন্নতির সম্ভাবনা থাকে।
সূর্য কখন রাশি পরিবর্তন করবেন?
বর্তমানে সূর্য কর্কট রাশিতে অবস্থান করছেন। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৭ অগাস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবেন। এরপর ১৭ সেপ্টেম্বর সূর্য আবার রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবেন। এই পরিবর্তনের প্রভাব সব রাশির ওপর পড়লেও নির্দিষ্ট কিছু রাশির মানুষের জন্য সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে।
কোন রাশির লাভ সবথেকে বেশি?
কর্কট রাশি:
কর্কট রাশির জাতকদের জন্য এই রাশি পরিবর্তন খুবই শুভ। এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে। আটকে থাকা কাজগুলি মিটে যাবে। ধর্মকর্মে মন বসবে। দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে। জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। পরিবারেও আসবে শান্তি ও সুখ।
কন্যা রাশি:
কন্যা রাশির জাতকদের জন্য সূর্যের এই পরিবর্তন এক কথায় দুর্দান্ত। যাঁরা কন্যা রাশির, তাঁদের জন্য ১৭ সেপ্টেম্বরের পর থেকে সময়টা অত্যন্ত ভাল যাবে। তীর্থস্থানে যাওয়ার সুযোগ মিলবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পুরোপুরি সাহায্য মিলবে এই সময়ে।
বাকিদের কী হবে?
সব রাশির ওপর সূর্য রাশি পরিবর্তনের প্রভাব পড়বে। তবে কর্কট ও কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টা হবে বিশেষ শুভ।
জ্যোতিষশাস্ত্র বলছে, প্রতি মাসেই সূর্যের এই পরিবর্তন আমাদের জীবনে নতুন কিছু সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসে। তাই রাশি পরিবর্তনের এই সময়ে নিজেকে তৈরি রাখুন। শুভ কাজের পরিকল্পনা করতে পারেন। পরিবার ও কর্মক্ষেত্রে থাকবে ইতিবাচকতা।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।