Advertisement

Surya Rashi Parivartan: বিশ্বকর্মা পুজোর দিন থেকে ১২ রাশিতেই বড় বদল, কেমন কাটবে পুজো?

বিশ্বকর্মা পুজোর দিন থেকে হতে চলছে বড়় বদল। রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য। ওই দিন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে। সূর্য কন্যা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে রাশিভেদে শুভ এবং অশুভ ফল মিলবে। আসুন জেনে নিই সূর্যের রাশি পরিবর্তনের কোন রাশির অবস্থা কেমন হতে চলেছে-

Sun Transit: ১৭ সেপ্টেম্বর সূর্যের রাশি বদল। Sun Transit: ১৭ সেপ্টেম্বর সূর্যের রাশি বদল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Sep 2022,
  • अपडेटेड 3:12 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
  • রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য।

জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গ্রহের রাশিচক্রের পরিবর্তন সমস্ত রাশির উপর শুভ ও অশুভ প্রভাব ফেলে। ৫ দিন পর সেপ্টেম্বর মাসে সবচেয়ে বড় রাশি পরিবর্তন হতে চলেছে। বিশ্বকর্মা পুজোর দিন রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য। ওই দিন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে। সূর্য কন্যা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে রাশিভেদে শুভ এবং অশুভ ফল মিলবে। আসুন জেনে নিই সূর্যের রাশি পরিবর্তনের কোন রাশির অবস্থা কেমন হতে চলেছে-

মেষ- সংযমী থাকুন। ধৈর্য ধরার চেষ্টা করুন। বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ - আত্মবিশ্বাস প্রচুর থাকবে। মন খুশি থাকবে। তবে ধৈর্যের অভাব দেখা দিতে পারে। চাকরিতে সহকর্মীদের সহযোগিতা পাবেন। উন্নতির পথ সুগম হবে। খরচ বেশি বাড়বে।

আরও পড়ুন

মিথুন - ধৈর্য ধরুন। অহেতুক রাগ এড়িয়ে চলুন। মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসতে দেবেন না। ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। নতুন গাড়ি কিনতে পারেন। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে।

কর্কট - জীবনে সমস্যা আসতে পারে। পরিবারের সমর্থন পাবেন। শিক্ষাক্ষেত্রে থাকলে ইতিবাচক ফল পাবেন। লেখালেখি-মেধাভিত্তিক কাজে সম্মান ও খ্যাতি আসবে। বাড়তে পারে আয়ও। খরচ বাড়বে।

সিংহ- মন খুশি থাকবে। আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। দাম্পত্য সুখ বাড়বে। পারিবারিক জীবন সুখের হবে। পরিবারের সম্মান বাড়বে। বিভিন্ন ক্ষেত্র থেকে সহযোগিতা পেতে পারেন।

কন্যা - আত্মবিশ্বাসে পূর্ণ হবেন, তবে অতিরিক্ত উদ্যমী হবেন না। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। শিক্ষাক্ষেত্রের কাজে মনোযোগ দিন। আয় বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে সম্মান পেতে পারেন।

তুলা- মন প্রফুল্ল থাকবে। আত্মবিশ্বাসও বাড়বে। তবে মনের মধ্যে নেতিবাচকতার চিন্তাভাবনা এড়িয়ে চলুন। পারিবারিক জীবন সুখের হবে। পারস্পরিক সহযোগিতাও থাকবে। আয় বাড়বে।

বৃশ্চিক- মন অস্থির থাকবে। নিজেকে সংযত রাখুন। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায় বাধার সম্মুখীন হতে পারেন। নিরর্থক দৌড়াদৌড়ি হবে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন।

Advertisement

ধনু - মন অস্থির থাকবে। নিজেকে সংযত রাখুন। অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন। পরিবারে ধর্মীয় কাজ হতে পারে। মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বাড়বে। পরিবারে সুখ-শান্তি থাকবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

মকর - আত্মবিশ্বাস বাড়বে, তবে নিজেকে সংযত রাখুন। অপ্রয়োজনীয় রাগ এবং তর্ক এড়িয়ে চলুন। মেধাভিত্তিক কাজে ব্যস্ততা বাড়বে। কর্মক্ষেত্র আপনার কাজ প্রশংসিত হবে। বন্ধুদের সহযোগিতাও পেতে পারেন।

কুম্ভ- মন খুশি থাকবে। আত্মবিশ্বাসও থাকবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতরা লাভজনক ফল পাবেন। চাকরিতে উন্নতির পথ সুগম হবে। আয় বাড়বে।

মীন - পড়াশোনায় আগ্রহ থাকবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের কাজ প্রশংসিত হবে। পারিবারিক জীবন সুখের হবে। ব্যবসা বাড়বে। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। খরচ বাড়বে।

Read more!
Advertisement
Advertisement