March Lucky Rashifal 2024: ৩০ বছর পর সূর্য, শনি মীন রাশিতে প্রবেশ করবে। শুক্র মীন রাশিতে ১৪ মার্চ বিপরীতমুখী হবে। অন্যদিকে, ১৫ মার্চ গ্রহের রাজপুত্র বুধ মীন রাশিতে অস্ত যাবে। মার্চ মাসে ৩০ বছর পর মীন রাশিতে সূর্য ও শুক্রের মিলন হবে। ১৪ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। ২৯ মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে। এ সময় কোন রাশির জাতক-জাতিকারা কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। কাদেরই বা ভাগ্যের দ্বারা খুলবে, জানুন।
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কোনও রাশির ব্যক্তিদের জন্য শুভ হয় আবার কারোর জন্য অশুভ হয়। মার্চ মাসে অনেক শুভ গ্রহ কিন্তু তার ঘর বদল করবে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। নতুন ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। আপনার রাশির নবম ঘরে সূর্য ও শনির মিলন হবে। এসময় আপনার ভাগ্যের দ্বারা খুলবে। তাছাড়া ব্যবসায়ীদের অত্যন্ত শুভ সময়। কেরিয়ারে খুব লাভ করতে পারবেন। এই সময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। আপনি যদি বিদেশে ঘুরতে যেতে চান যেতে পারেন। এসময় প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এই সময়ে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের মার্চ মাস অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় কোনও কাজেই আপনারা পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। চাকরি থেকে ব্যবসায়ে যথেষ্ট উন্নতি করতে পারবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি পাইকারি কোনও ব্যবসা করেন, সেখানেও লাভ হবে আপনার। আপনার কথাবার্তায় সকলে প্রভাবিত হবেন। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। সন্তানের কোনও সুখবরে আপনার মনে খুশি থাকবে।