Advertisement

Surya Shani Yuti: ২০২৬ সালে এই ৩ রাশির সুদিন শুরু, সূর্য ও শনি মিলে করছে কামাল

সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। আর এই গোচর কিছু রাশির জীবনে বদল আনতে পারে। বিশেষত, বৃহস্পতির শনিতে যাওয়া সূর্যের জন্য বড় পরিবর্তন হতে পারে। এই দিন থেকে সূর্য উত্তরায়ণে চলে যাচ্ছ। এটাকেই মকর সংক্রান্তি বলে। আবার এই বছর সূর্য শনির গোচর হবে মকর রাশিতে। যার ফলে সূর্য এবং শনির যুতি শুরু হতে চলেছে। তাই এই সময় কিছু মানুষ শনির কৃপা পাবে।

সূর্য ও শনি যুতিসূর্য ও শনি যুতি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Dec 2025,
  • अपडेटेड 3:52 PM IST
  • সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে
  • এই গোচর কিছু রাশির জীবনে বদল আনতে পারে
  • এই সময় কিছু মানুষ শনির কৃপা পাবে

সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। আর এই গোচর কিছু রাশির জীবনে বদল আনতে পারে। বিশেষত, বৃহস্পতির শনিতে যাওয়া সূর্যের জন্য বড় পরিবর্তন হতে পারে। এই দিন থেকে সূর্য উত্তরায়ণে চলে যাচ্ছ। এটাকেই মকর সংক্রান্তি বলে। আবার এই বছর সূর্য শনির গোচর হবে মকর রাশিতে। যার ফলে সূর্য এবং শনির যুতি শুরু হতে চলেছে। তাই এই সময় কিছু মানুষ শনির কৃপা পাবে।

জ্যোতিষ মতে, শনি নিজের কর্ম অনুযায়ী ফল দেয়। আর সূর্যের উত্তরায়ণ খুবই পবিত্র বলে মনে করা হয়। এর ফলে কিছু রাশির জীবনে ভাল সময় আসবে বলেই খবর। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।

সিংহ রাশি

এই সময় আপনাদের কাছে নতুন চাকরি হাজির হতে পারে। তাই যারা চাকরি বদল করার চেষ্টা করছেন, তাদের জন্য এটা ভাল সময়। তবে এই সময় চোখ এবং চুলের স্বাস্থ্যের খেয়াল রাখুন। টাকা বিনিয়োগের আগে সাবধানী হন। নইলে ক্ষতি হতে পারে। তবে এই সময় পুরনো রিটার্নে লাভ পেতে পারেন। অর্থাৎ সময়টা ভাল যেতে পারে।

কুম্ভ রাশি

এই সময় কুম্ভ রাশি সূর্য এবং শনির যোগের জন্য শুভ সময় কাটাতে পারবেন। এই রাশির মানুষের জন্য ভাল সংযোগ তৈরি হবে। যার ফলে তারা নতুন সুযোগ পাবেন। যে কোনও জায়গা থেকে আসতে পারে সুযোগ। আর সফলতা পাওয়ার রাস্তা অনেক সহজ হবে। এই সময় ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।

মকর রাশি

এই গোচর খুব ভাল সময় নিয়ে আসবে মকর রাশির জাতকদের জন্য। এই রাশির মানুষেরা এই সময় আত্মবিশ্বাস পাবেন। কেরিয়ারে আপনাদের উন্নতি হতে পারে। আসতে পারে নতুন সুযোগ। শুধু তাই নয়, ধন সম্পত্তি বাড়তে পারে। এছাড়া ধন সম্পত্তিজনিত যেই সব মামলার সঙ্গে জড়িয়ে রয়েছেন, সেটাও মিটে যাবে। এই সময় স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবই জরুরি। নইলে বিপদে পড়তে পারেন। তাই এই বিষয়টা মাথায় রাখা ভীষণই জরুরি।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement