Advertisement

Krishna Favorite Rashi: শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে এই ৪ রাশির জাতকদের উপর

জ্যোতিষ মতে, বিভিন্ন রাশির উপর নির্দিষ্ট কোনও দেবতার বিশেষ আশীর্বাদ থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বেশ কিছু রাশি রয়েছে, যাঁরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2024,
  • अपडेटेड 9:18 PM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বেশ কিছু রাশি রয়েছে, যাঁরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য।
  • বিভিন্ন রাশির উপর নির্দিষ্ট কোনও দেবতার বিশেষ আশীর্বাদ থাকে। সেই রাশির জাতক জাতিকারা উক্ত দেব-দেবীর আশীর্বাদ ধন্য হন।
  • বিভিন্ন রাশির জাতকরা তাঁদের বিশেষ দেবতার আরাধনা করলে দ্রুত সুফল লাভ করেন।

জ্যোতিষ মতে, বিভিন্ন রাশির উপর নির্দিষ্ট কোনও দেবতার বিশেষ আশীর্বাদ থাকে। সেই রাশির জাতক জাতিকারা উক্ত দেব-দেবীর আশীর্বাদ ধন্য হন। তাই বিভিন্ন রাশির জাতকরা তাঁদের বিশেষ দেবতার আরাধনা করলে দ্রুত সুফল লাভ করেন। তাই তাঁদের নিজেদের রাশির অধিপতি এবং আশীর্বাদ করা দেবতার পুজো করা উচিত। 

এভাবে কোনও রাশি হনুমানজি-  বজরঙ্গবলীর আশীর্বাদধন্য হন। আবার কোনও রাশির জাতক জাতিকারা মহাদেবের আশীর্বাদ পান। একইভাবে নির্দিষ্ট কিছু রাশির জাতকরা শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন। 

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বেশ কিছু রাশি রয়েছে, যাঁরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য। আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক:

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পান। কৃষ্ণের পুজো করলে এই রাশির জাতকরা লাভবান হন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকলে যে কোনও কাজে দ্রুত সুফল পান এই রাশির জাতক জাতিকারা। 

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকেন। কৃষ্ণের আশীর্বাদে শুভ ফল পান তাঁরা। সিংহ রাশির জাতক জাতিকারা এমনিতেও বেশ কর্মঠ হন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেলে যে কোনও কাজে তাঁরা দ্রুত ফললাভ করেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে যে কোনও বাধা কেটে যেতে পারে। 

বৃষ রাশি: এই রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হন। কৃষ্ণের আশীর্বাদ থাকার কারণে এই রাশির জাতক জাতিকাদের গীতার শিক্ষা মেনে চলা উচিৎ। এমনটা করলে তাঁদের উত্থান কেউ রুখতে পারবে না। এর পাশাপাশি নিয়মিত শ্রী কৃষ্ণের পুজো, ভজন করলে বৃষ রাশির জাতক জাতিকারা উপকৃত হয়। 

তুলা রাশি: তুলা রাশির জাতকরা কৃষ্ণের আশীর্বাদ পান। নিয়মিত শ্রীকৃষ্ণের পুজো, হরিনাম ভজন করলে তাঁরা দ্রুত ফল পান। শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে তাঁরা দ্রুত সাফল্য লাভ করেন। 

বিঃ দ্রঃ- জ্যোতিষ সংক্রান্ত প্রতিবেদন লোকমত ও জ্যোতিষ রীতি ভিত্তিক। এগুলি সম্পাদকীয় মতামত নয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement