Zodiac: জ্যোতিষশাস্ত্রে মোট ১২টি রাশির উল্লেখ করা হয়েছে। প্রতিটি রাশিচক্রের নিজস্ব শাসক গ্রহ রয়েছে। এই গ্রহগুলি মানুষের জীবনে প্রভাব ফেলে। এখানে আমরা এমন ৪টি রাশির জাতকদের সম্পর্কে জানাচ্ছি যারা সীমা ছাড়িয়ে পরিশ্রম করতে পারেন। এরা দ্রুত হাল ছেড়ে দেন না এবং কঠোর পরিশ্রম দিয়ে তাদের ভাগ্য তৈরি করতে সক্ষম হন। এই রাশির জাতক জাতিকারা সর্বত্র তাদের জয়ের পতাকা ওড়ান।
মেষ ARIES
এই রাশির জাতকরা খুব পরিশ্রমী হন। এরা খুব দ্রুত ক্লান্ত বোধ করেন না। এদের স্বভাব খুব একগুঁয়ে ধরনের। কোনও বিষয়ে এরা প্রতিজ্ঞাবদ্ধ হলে সেই কাজ সম্পূর্ণ করেই ছাড়েন। এরা প্রতিভাবান এবং অন্য লোকেদের উপর গভীর ছাপ ফেলেন। যেখানেই থাকেন, সেখানেই এদের নিয়ে আলোচনা হয়। এদের পক্ষে কোন কিছুই অসম্ভব নয়।
সিংহ LEO
এই রাশির শাসক গ্রহ সূর্য দেবতা। এই রাশির মানুষদের খুব উদ্যমী মনে করা হয়। এই লোকেরা যা কিছু করতে স্থির করে তাতে সাফল্য অর্জন করে। কেরিয়ারে এরা আলাদা পরিচয় তৈরি করেন। এরা খুবই পরিশ্রমী এবং সৎ। খুব দ্রুত সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে এদের জুড়ি নেই।
বৃশ্চিক SCORPIO
এই রাশির জাতকরা খুব বুদ্ধিমান এবং জেদী হন। একবার কোনও বিষয় নিয়ে কাজ করতে শুরু করলে তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এদের স্বস্তি নেই। এদের সেন্স অফ হিউমার খুব ভালো। জয়ের প্রবল খিদে থাকে। এরা কঠোর পরিশ্রম দিয়ে তাদের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন।
মকর CAPRICORN
এই রাশির জাতকদের ওপর শনির প্রভাব বজায় থাকে। তারা পরিশ্রমী, সৎ এবং ধৈর্যশীল। এরা যে কাজটি করতে চান তা বড় আকারে সম্পন্ন করার চেষ্টা করেন। একবার এরা কোনও কাজ করার সিদ্ধান্ত নিলে, সেই পথ থেকে এদের কেউ সরাতে পারে না। কঠোর পরিশ্রম ও কর্মে বিশ্বাস করেন এরা। যার কারণে এরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন।
** এই লেখা সার্বিক গণনার ফল। ব্যক্তি বিশেষ তা ভিন্ন হতে পারে।