Advertisement

Shani Nakshatra Astrology 2024: টাকা আসবে শীঘ্রই, শনির চালে সুখে কাটবে ৪ রাশির জীবন

হোলির পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। এটা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনির এহেন পরিবর্তনে কপাল খুলবে ৪ রাশির জাতকদের। তা হলে জেনে নিন, কোন ৪ রাশি্র জাতকরা লাভবান হবেন...

ভাগ্য চমকাবে ৪ রাশির।ভাগ্য চমকাবে ৪ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2024,
  • अपडेटेड 8:23 PM IST
  • জ্যোতিষ মতে, যে কোনও গ্রহের অবস্থান বদল খুবই গুরুত্বপূর্ণ।
  • এর ফলে নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে।
  • গ্রহদের মধ্যে অন্যতম হল শনি।

জ্যোতিষ মতে, যে কোনও গ্রহের অবস্থান বদল খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। গ্রহদের মধ্যে অন্যতম হল শনি। শনির অবস্থান বদলের নানা প্রভাব পড়ে আমাদের জীবনে। হোলির পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। এটা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনির এহেন পরিবর্তনে কপাল খুলবে ৪ রাশির জাতকদের। তা হলে জেনে নিন, কোন ৪ রাশি্র জাতকরা লাভবান হবেন...

মেষ রাশি (Aries): 

শনির দয়ায় শুভ প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতকদের জীবনে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। দাম্পত্য জীবন মধুর হবে। 


সিংহ রাশি (Leo): 

শনির কৃপায় ভাগ্যের চাকা ঘুরবে সিংহ রাশির জাতকদের। এই সময় অর্থলাভ হতে পারে। আয় বাড়বে। কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

মিথুন রাশি (Gemini): 
কপাল খুলতে পারে মিথুন রাশির জাতকদের। কোনও সুখবর পেতে পারেন। সব কাজে সাফল্য পাবেন। আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। 


কন্যা রাশি (Virgo): 

শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাবে সোনালি সময় আসছে কন্যা রাশির জাতকদের জীবনে। ধনসম্পদ লাভের যোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 


অন্য দিকে, মঙ্গলবার থেকে কয়েকটি রাশির জাতকদের জীবনে আসছে সুখের দিন। ২৬ মার্চ মেষ রাশিতে গমন করবে বুধ। অর্থাৎ, অবস্থান বদলাচ্ছে বুধ। এর ফলে ৭ রাশির জাতকদের জীবনে আসবে অভাবনীয় সাফল্য। কর্মক্ষেত্রে যেমন উন্নতির যোগ রয়েছে, তেমনই সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন। ভাগ্য বদলাবে মেষ, বৃষ, কন্যা, মিথুন, কুম্ভ, মীন এবং বৃশ্চিক রাশির জাতকদের।
 

Read more!
Advertisement
Advertisement