Zodiac: দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষক, সন্তান, বড় ভাই, শিক্ষা, ধর্মীয় কাজ, পবিত্র স্থান, সম্পদ, দান, পুণ্য ও বৃদ্ধি ইত্যাদির কারক গ্রহ বলা হয়। বৃহস্পতি 27টি নক্ষত্রপুঞ্জ পুনর্বাসু, বিশাখা এবং পূর্বা ভাদ্রপদ-এর অধিপতি। দেবগুরু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান। আগামী ১২৮ দিন, দেবগুরু এই রাশিতে থাকবেন। দেবগুরু বৃহস্পতি আসন্ন ১২৮ দিনের জন্য কিছু রাশিকে বিশেষ আশীর্বাদ করবেন। এই রাশির জাতকরা কোনও বিপদের সম্মুখীন হবেন না। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা এই ১২৮ দিন ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন।
মেষ ARIES
মিথুন GEMINI
তুলা LIBRA
বৃশ্চিক SCORPIO
সিংহ LEO