ন্যায়বিচারের দেবতা শনি দেব মার্গী হতে চলেছেন। শনি মকর রাশিতে বিপরীতমুখী হচ্ছে। ২৩ মে ২০২১ থেকে উল্টো দিকে চলন শুরু হয়েছে। বক্রি হওয়ার কারণে অনেক রাশির জাতক-জাতিকাদের উপর শনি দশা চলছিল। পরের মাসে, ১১ অক্টোবর ২০২১ সোমবার সকাল ৮টা থেকে, শনি মার্গী হচ্ছে। একই সঙ্গে শুরু হবে শনির মহাদশাও (Shani Mahadasha)।
শনির রাশিচক্রের পরিবর্তনের কারণে বিভিন্ন রাশির জাতকদের জীবনে উত্থান-পতন শুরু হয়। শনি দেব ২০২০ থেকে মকর রাশিতে আছেন এবং এই রাশিতে ২৩ মে ২০২১ থেকে বিপরীত দিকে অগ্রসর হচ্ছেন। এই পরিবর্তনের পরে মীন রাশির জাতদের উপর শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। এর সঙ্গে কর্কট এবং বৃশ্চিক রাশির মানুষের ওপর শনির ঢাইয়া শুরু হবে। এমন অবস্থায় এই রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা প্রয়োজন।
শনিকে ন্যায়ের দেবতা মনে করা হয়। ভালো কর্ম করলে শুভ ও খারাপ কর্মের জন্য অশুভ প্রভাব দিয়ে থাকেন শনি দেব। শনি কোষ্ঠিতে উচ্চ স্থিতিতে থাকলে ব্যক্তি শুভ ফল লাভ করে। আবার শনি কোষ্ঠিতে দুর্বল পরিস্থিতিতে থাকলে জাতককে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। শনির দশা, মহাদশা, অন্তর্দশা থেকে মুক্তি পেতে জ্যোতিষে কিছু উপায় রয়েছে। এগুলো প্রতি দিন অভ্যাস করলে শনির ব্যক্র দৃষ্টির প্রকোপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন। দেখে নিন সেই উপায়গুলি।