জ্যোতিষ মতে, বৃহস্পতি হল ধনসম্পদের কারক গ্রহ। যে রাশির জাতকদের প্রতি এই গ্রহ সদয় হয়, তাঁদের আজীবন সুখ থাকে। কখনও টাকার অভাব হয় না। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের বৃহস্পতি তুঙ্গে থাকে সবসময়...
কর্কট রাশি (Cancer):
কর্কট রাশির জাতকরা সবসময় বৃহস্পতির কৃপা লাভ করেন। ধনলাভ হয় এঁদের। সমাজে সুনাম বাড়ে। চাকরি-ব্যবসায় কখনও সমস্যা হয়। সব বাধে কেটে যায়।
সিংহ রাশি (Leo):
সিংহ রাশির জাতকদের প্রতি সবসময় সদয় হয় বৃহস্পতি। এই রাশির জাতকরা আজীবন সুখ পান। কখনও অর্থকষ্ট হয় না। সব কাজে সাফল্য আসে।
ধনু রাশি (Sagittarius):
বৃহস্পতির কৃপায় শুভ প্রভাব পড়ে ধনু রাশির জাতকদের জীবনে। এই রাশির জাতকদের জীবন সুখের হয়। সম্পদ লাভ করেন এই রাশির জাতকরা। কেরিয়ারে উন্নতি হয়।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৭ ডিসেম্বর রাশি বদলাবে মঙ্গল। পিছিয়ে যাবে এই গ্রহ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, কন্যা এবং মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২০২৫ সালে কুম্ভ রাশিতে যাত্রা শেষ করে মীন রাশিতে প্রদেশ করবে শনি। বেশ কয়েকটি রাশির সাড়ে সাতি দশা শেষ হয়ে যাবে। শনির চালে নতুন বছরে মেষ, বৃষ ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২০২৫ সালে রাশি বদলাবে রাহু ও কেতু। এর ফলে ৩ রাশির জাতকদের বিশাল উন্নতি হবে। চাকরি-ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে মেষ, বৃশ্চিক এবং মকর রাশির জাতকদের।