জ্যোতিষ মতে, মঙ্গলের দোষ হলে জীবনে নানা সমস্যায় পড়তে হয়। আর মঙ্গল যদি কোনও রাশির জাতকদের ভাল হয়, তা হলে জীবন হয় সুখের। রাশিচক্রে এই ২ রাশি মঙ্গলের খুবই প্রিয়। জেনে নিন বিস্তারিত...
কুম্ভ রাশি (Aquarius):
মঙ্গলের অন্যতম প্রিয় রাশি হল কুম্ভ। এই রাশির জাতকরা কেরিয়ারে উন্নতি করেন। পরিবারে সুখ-শান্তি থাকে সর্বদা। সরব বাধা পার করে সাফল্যের মুখ দেখেন।
কর্কট রাশি (Cancer):
মঙ্গলের আশীর্বাদে ভাগ্য বদলায় কর্কট রাশির জাতকদের। এই রাশির জাতকরা সৌভাগ্যবান হন। কর্মক্ষেত্রে সাফল্য পান। দাম্পত্য সুখ আসে। সব বাধা কেটে যায়।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তী। ওই দিনই কন্যা রাশিতে গোচর করবেন চন্দ্রদেব। যার ফলে লাভবান হবেন বৃষ, কন্যা ও কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন, কুম্ভ ও কর্কট রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ১২ এপ্রিল শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার ফলে কপাল খুলবে কন্যা, মীন ও কর্কট রাশির জাতকদের।