জ্যোতিষশাস্ত্রে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহুকে ছায়া গ্রহ বলা হয়। তবে রাহু মানেই যে খারাপ, তা কিন্তু নয়। রাশিচক্রে এই ২ রাশি রাহুর খুবই প্রিয়। জেনে নিন বিশদে...
বৃশ্চিক রাশি (Scorpio):
রাহুর অন্যতম প্রিয় রাশি বৃশ্চিক। সর্বদা রাহুর আশীর্বাদ পান এই রাশির জাতকরা। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করেন। কেরিয়ারে অপ্রত্যাশিত সাফল্য আসে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়ে।
সিংহ রাশি (Leo):
রাহুর খুব কাছের রাশি হল সিংহ। সব সমস্যা থেকে রেহাই পান সিংহ রাশির জাতকরা। রাহুর কৃপায় শারীরিক ও মানসিক স্বাস্থ্য সতেজ থাকে। সৌভাগ্য লাভ করে থাকেন এঁরাষ।
অন্য দিকে, জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের। অন্য দিকে,জ্যোতিষ মতে, এ বছর শনি রুপোর পা ধারণ করে মীন রাশিতে প্রবেশ করবে। ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই সংযোগ। যার প্রভাবে বৃশ্চিক, কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে। জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা।