মা লক্ষ্মী হলেন ধনসম্পদ, সমৃদ্ধির দেবী। ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা করা হয়। জ্যোতিষ মতে, মা লক্ষ্মীর প্রিয় রাশি রয়েছে। এই ৩ রাশির জাতকরা আজীবন সুখে থাকেন। জেনে নিন বিশদে...
মীন রাশি (Pisces):
মা লক্ষ্মীর কৃপায় কপাল খোলে মীন রাশির জাতকদের। এই রাশির জাতকদের কখনওই অর্থের অভাব হয় না। সুখে কাটে জীবন। সব বাধা কেটে যায়। কঠোর পরিশ্রমের সুফল পান।
বৃষ রাশি (Taurus):
লক্ষ্মীর আশীর্বাদে ভাগ্যোদয় হয় বৃষ রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতি হয়। সুখ-বৈভবে জীবন কাটে এই রাশির জাতকদের।
কন্যা রাশি (Virgo):
ধনদেবীর কৃপায় ভাগ্যোদয় হয় কন্যা রাশির জাতকদের। ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সব কাজে সাফল্য আসে। চাকরি-ব্যবসায় উন্নতি হয়।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৬ ফেব্রুয়ারি চন্দ্রের সঙ্গে মিলিত হবে বৃহস্পতি। যার ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, কর্কট ও সিংহ রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শনি। যার ফলে কপাল খুলবে মকর, কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের।