ভাগ্য কোন খাতে বইবে, তা বিভিন্ন গ্রহের অবস্থানের উপর নির্ভর করে। জ্যোতিষ মতে, তাই গ্রহের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। নানা সময় অবস্থান বদল করে গ্রহ। বিভিন্ন গ্রহের অবস্থান বদলের ফলে নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। কখনও শুভ প্রভাব পড়ে। আবার গ্রহের স্থান বদলের কারণে অনেক সময় বিপাকে পড়েন বিভিন্ন রাশির জাতকরা।
আমাদের ভাগ্যে কী রয়েছে, তা জানার জন্য অনেকেই জ্যোতিষীর কাছে যান। কেউ হাত দেখান। আবার কেউনানা রত্ন ধারণ করেন। হাত গণনা করে যে কারও ভবিষ্যদ্বাণী করা যায়। অন্তত কিছুটা আভাস পাওয়া যায়। আবার অনেকেই রাশিফলে নিয়মিত চোখ রাখেন।
জ্যোতিষ মতে, বিভিন্ন ভাবে কোনও রাশিতে বিচরণ করে গ্রহ। শিশু, কিশোর, যুব, বৃদ্ধ, মৃত অবস্থার মধ্য দিয়ে রাশিতে বিচরণ করে গ্রহগুলি। প্রতিটি পর্যায়ে বিভিন্ন ফল পাওয়া যায়। যুবাবস্থার সূচনা হতে চলেছে মঙ্গল গ্রহের। জ্যোতিষশাস্ত্র মতে, কোনও গ্রহ যুবাবস্থায় বিচরণ করলে শুভ ফল পাওয়া যায়। মঙ্গলের যুবাবস্থায় প্রবেশের ফলে লাভবান হবেন কয়েকটি রাশির জাতকরা। তা হলে জেনে নিন, কোন কোন রাশির জাতকদের কপাল খুলবে...
মেষ রাশি (Aries):
মেষ রাশির জাতকরা লাভবান হবেন। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য ভাল সময় কাটবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সব কাজে সাফল্য পাবেন। অর্থলাভ হতে পারে।
কর্কট রাশি (Cancer):
ভাল সময় কাটবে কর্কট রাশির জাতকদের জীবনে। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। তবে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।
তুলা রাশি (Libra):
শুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের জীবনে। গাড়ি বা বাড়ি কিনতে পারেন এই সময়। ব্যবসায়ীরা সফল হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সম্পদ লাভ করতে পারেন।