শনির (Shani) নামই ভয়ের উদ্রেক করে সাধারণের মনে। তবে অনেকেই জানেন না, শনির গতিপথ এবং দৃষ্টির প্রভাব সময় এবং রাশি অনুযায়ী পাল্টে যায়। জোতিষ গণনা অনুযায়ী আগামী ২৩ মে থেকে গতিপথ পাল্টাবে শনি। এই উল্টো ঘোরার ফলে বেশ কয়েকটি রাশির জাতকদের উপর এর কুপ্রভাব পড়বে। তবে বেশ কয়েকটি রাশি এর সুফলও পাবে। দেখে নিন আগামী ১২ দিন, অর্থাৎ ১১ অক্টোবর পর্যন্ত কোন রাশিগুলি শনির ব্যক্র চলনের সুফল পাবে।
মেষ ARIES
সিংহ LEO
কন্যা VIRGO
মীন PISCES