Advertisement

Shani Mahadasha: শনির বক্র দৃষ্টির প্রভাবে আগামী ১২ দিন শুভফল পাবে এই রাশিগুলি

শনির নামই ভয়ের উদ্রেক করে সাধারণের মনে। তবে অনেকেই জানেন না, শনির গতিপথ এবং দৃষ্টির প্রভাব সময় এবং রাশি অনুযায়ী পাল্টে যায়। জোতিষ গণনা অনুযায়ী আগামী ২৩ মে থেকে গতিপথ পাল্টাবে শনি। এই উল্টো ঘোরার ফলে বেশ কয়েকটি রাশির জাতকদের উপর এর কুপ্রভাব পড়বে। তবে বেশ কয়েকটি রাশি এর সুফলও পাবে। দেখে নিন আগামী ১২ দিন, অর্থাৎ ১১ অক্টোবর পর্যন্ত এই রাশিগুলি শনির ব্যক্ত চলনের সুফল পাবে। দেখে নি এক নজরে।

শনির ব্যক্র দৃষ্টির প্রভাবে আগামী ১২ দিন শুভফল পাবে এই রাশিগুলিশনির ব্যক্র দৃষ্টির প্রভাবে আগামী ১২ দিন শুভফল পাবে এই রাশিগুলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2021,
  • अपडेटेड 4:55 PM IST
  • এই উল্টো ঘোরার ফলে বেশ কয়েকটি রাশির জাতকদের উপর এর কুপ্রভাব পড়বে।
  • তবে বেশ কয়েকটি রাশি এর সুফলও পাবে।
  • দেখে নিন আগামী ১২ দিন, অর্থাৎ ১১ অক্টোবর পর্যন্ত কোন রাশিগুলি শনির ব্যক্র চলনের সুফল পাবে।

শনির (Shani) নামই ভয়ের উদ্রেক করে সাধারণের মনে। তবে অনেকেই জানেন না, শনির গতিপথ এবং দৃষ্টির প্রভাব সময় এবং রাশি অনুযায়ী পাল্টে যায়। জোতিষ গণনা অনুযায়ী আগামী ২৩ মে থেকে গতিপথ পাল্টাবে শনি। এই উল্টো ঘোরার ফলে বেশ কয়েকটি রাশির জাতকদের উপর এর কুপ্রভাব পড়বে। তবে বেশ কয়েকটি রাশি এর সুফলও পাবে। দেখে নিন আগামী ১২ দিন, অর্থাৎ ১১ অক্টোবর পর্যন্ত কোন রাশিগুলি শনির ব্যক্র চলনের সুফল পাবে।


মেষ ARIES

  • মান-সম্মান ও পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।
  • কাজে সাফল্য আসবে।
  • আপনার কাজের প্রশংসা হবে।
  • চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।


সিংহ LEO

আরও পড়ুন

  • কাজে সাফল্য লাভ করবেন।
  • ব্যবসা ও চাকরির জন্য সময় শুভ।
  • আপনার কাদের প্রশংসা হবে।
  • ধন লাভ হবে, ফলে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।
  • দাম্পত্য জীবন সুখে কাটবে।
  • বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।


কন্যা VIRGO

  • মান-সম্মান বৃদ্ধি পাবে।
  • পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হবে।
  • পারিবারিক সম্পর্ক মধুর হবে।
  • কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন।
  • আপনার কাজের প্রশংসা হবে।
  • আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।


মীন PISCES

  • এই রাশির জাতকদের জন্য ১১ অক্টোবর পর্যন্ত সময় শুভ।
  • চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।
  • আর্থিক লাভ হতে পারে।
  • শিক্ষাক্ষেত্রে জড়িতদের জন্য সময় ভালো।
  • পারিবারিক জীবন সুখে কাটবে।

 

Read more!
Advertisement
Advertisement