Advertisement

Biriyani Lover Zodiac: দেখলেই হামলে পড়েন এঁরা, বিরিয়ানি খেতে ভালোবাসেন এই ৩ রাশি

Biriyani Lover Zodiac: বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কম। চিকেন হোক বা মাটন বিরিয়ানি দেখলে লোভ সামলানো খুবই কঠিন। বিরিয়ানি সবাই খেতে পছন্দ করলেও কিছু রাশির জাতকেরা আছে, যাঁদের বিরিয়ানি চুম্বকের মতো টানে।

বিরিয়ানি প্রিয় খাবার ৩ রাশির কাছেবিরিয়ানি প্রিয় খাবার ৩ রাশির কাছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2025,
  • अपडेटेड 5:07 PM IST
  • বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কম।

বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কম। চিকেন হোক বা মাটন বিরিয়ানি দেখলে লোভ সামলানো খুবই কঠিন। বিরিয়ানি সবাই খেতে পছন্দ করলেও কিছু রাশির জাতকেরা আছে, যাঁদের বিরিয়ানি চুম্বকের মতো টানে। জ্যোতিষ মতে ওই বিশেষ রাশির জাতক এবং জাতিকারা যদি বিরিয়ানি খায়, তাহলে কোনও সমস্যা হবে না। সাধারণত জ্যোতিষ মতে, প্রত্যেক রাশির কী কী খাবার খাওয়া উচিত, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। সেই মতো জ্যোতিষ মতেও কিছু কিছু রাশির আমিষ এবং কয়েকটি রাশির নিরামিশ খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত।

মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র মতে, মেষ রাশির জাতক-জাতিকারা বিরিয়ানি খুব পছন্দ করেন। বলা যায় যে বিরিয়ানি চুম্বকের মতো টানে এই রাশির জাতক এবং জাতিকাদের। জ্যোতিষ মতে, মেষ রাশির লোকেরা উদ্যমী হওয়ার জন্য পরিচিত, তাঁরা গরম খাবারে আরাম পায়। এর শক্তিশালী স্বাদ এবং সুগন্ধি মশলা সহ, চিকেন বিরিয়ানি একটি মেষ রাশির জন্য উপযুক্ত খাবার। 

ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের যখন তখন বিরিয়ানি দিলেই খেয়ে নিতে পারবেন। কারণ এঁরা ভীষণভাবে খেতে পছন্দ করেন। আর মশলাদার খাবারের প্রতি এঁদের আকর্ষণ বেশি হওয়ার কারণে বিরিয়ানি এঁদের জন্য আদর্শ খাবার। 

কর্কট রাশি
বিরিয়ানি সামনে পেলে এঁরা হামলে পড়েন। কারোর সঙ্গে ভাগ করে খেতে রাজি হন না এই রাশির জাতকেরা। বিরিয়ানির সঙ্গে এই রাশির জাতকদের আত্মিক যোগ রয়েছে বলা চলে। আসলে এই রাশির জাতকেরা আমিষ খাবার খেতে বেশ পছন্দ করেন। আর তাই তাঁদের কাছে বিরিয়ানি সবচেয়ে সের খাবারগুলোর মধ্যে অন্যতম। 

Read more!
Advertisement
Advertisement