Advertisement

Tirgrahi yog 2024 October: এ মাসেই কপাল ঘুরতে চলেছে ৩ রাশির, ত্রিগ্রহী যোগে প্রত্যাশা ছাড়াবে লাভের অঙ্ক

Trigrahi Yog 2025: এই মাসেই বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনি, বুধ, সূর্য রাশির কারণেই তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। যার বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি থেকে ভাগ্য খুলবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন আসুন জেনে নিই।

এ মাসেই কপাল ঘুরতে চলেছে ৩ রাশির, ত্রিগ্রহী যোগে প্রত্যাশা ছাড়াবে লাভের অঙ্কএ মাসেই কপাল ঘুরতে চলেছে ৩ রাশির, ত্রিগ্রহী যোগে প্রত্যাশা ছাড়াবে লাভের অঙ্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Feb 2025,
  • अपडेटेड 7:30 PM IST

Trigrahi Yog Rashifal 2025: ফেব্রুয়ারি মাসে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে শনি গ্রহ। এই মাসেই বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনি, বুধ, সূর্য রাশির কারণেই তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। যার বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি থেকে ভাগ্য খুলবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন আসুন জেনে নিই।

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। যার প্রভাবে ব্যক্তিদের আর্থিকদিকে খুব লাভ হয়। আবার কিছু রাশির ব্যক্তিদের জীবনের নানান সমস্যা আসবে। সে সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। যার শুভ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়। ভেবেচিন্তে প্রত্যেকটি পদক্ষেপ নেবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেখান থেকে আপনাদের লাভ হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। প্রেম জীবনে সফলতা নিশ্চিত। এসময় অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় কর্মজীবনে খুব লাভ হবে আপনার। যদি আপনি ব্যবসা করেন, সেখানেও সফলতা আসবে। সোনার ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। আপনার পরিবারের সঙ্গে ভালো থাকতে পারবেন। তবে নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন। চাকরিক্ষেত্রে আপনার খুব শুভ প্রভাব পড়বে। এসময়ে আপনি বিবাহিত জীবনেও খুব সুখী হবেন। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন এই রাশির ব্যক্তিরা। কর্মজীবনের নতুন পরিকল্পনা করলে সেখানেও ভালো ফল পাবেন।

তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। এসময় আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি আসবে। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। এসময় লটারি কাটলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন আপনি। মনের মতোন চাকরি পাবেন এই রাশির ব্যক্তিরা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement