Mouni Amabasya 2025: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়। সেসময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের ওপর।
চলতি বছর মৌনী অমাবস্যার দিন তৈরি হবে ' ত্রিবেণী যোগ’। ৫০ বছর পর এদিন তৈরি হচ্ছে এই যোগ। এই সময়ে মকর রাশিতে থাকবে সূর্য। থাকবে চন্দ্র ও বুধ গ্রহ। যার কারণে তৈরি হবে ত্রিগ্রহী ও ত্রিবেণী যোগ তৈরি হবে। এই ত্রিবেণী যোগের প্রভাবে কিছু জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত, জানুন সেই রাশি তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের উপর ত্রিবেণী যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। কর্মক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন। অর্থপ্রাপ্তি নিশ্চিত। মনের ইচ্ছা পূরণ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনারা খুব সুখী হবেন। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের ওপর যোগের অত্যন্ত ভালো হবে। এসময়ে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। সোনা ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। মনের মানুষের সঙ্গে দেখা হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকে। ব্যবসায় খুব লাভ হবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির চতুর্থ ঘরে তৈরি হবে এই যোগ। এই সময়ে নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি খুব লাভ করতে পারবেন। তাছাড়া আপনার মা-বাবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনি।