Advertisement

Harshal Transit: শনির চেয়েও শক্তিশালী, ইউরেনাস তুড়ি মেরে বদলে দেবে ৩ রাশির জীবন

Harshal Transit: বৈদিক জ্যোতিষে শনিকে সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ বলে মনে করা হয়। আর এই গ্রহ অন্য গ্রহদের তুলনায় বেশি শক্তিমান। শনির প্রভাব ব্যক্তির জীবনে দীর্ঘ সময় পর্যন্ত চলে এবং তা খারাপ হবে না ভাল তা নির্ভর করে ব্যক্তির কর্মফলের ওপর। তবে আধুনিক জ্যোতিষশাস্ত্রে, শনির চেয়েও বেশি পাওয়ারফুল গ্রহ হিসাবে মানা হচ্ছে ইউরেনাস বা হর্ষল গ্রহকে।

হর্ষল গোচর ২০২৫হর্ষল গোচর ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2025,
  • अपडेटेड 12:46 PM IST
  • বৈদিক জ্যোতিষে শনিকে সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষে শনিকে সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ বলে মনে করা হয়। আর এই গ্রহ অন্য গ্রহদের তুলনায় বেশি শক্তিমান। শনির প্রভাব ব্যক্তির জীবনে দীর্ঘ সময় পর্যন্ত চলে এবং তা খারাপ হবে না ভাল তা নির্ভর করে ব্যক্তির কর্মফলের ওপর। তবে আধুনিক জ্যোতিষশাস্ত্রে, শনির চেয়েও বেশি পাওয়ারফুল গ্রহ হিসাবে মানা হচ্ছে ইউরেনাস বা হর্ষল গ্রহকে। এই হর্ষল গ্রহ ৭ বছর ধরে গোচর করে, যার প্রভাব রাশিদের ওপর দীর্ঘ সময় ধরে থাকে। এই বছর হর্ষল গ্রহ মার্চে গোচর করে বৃষ রাশিতে প্রবেশ করে ফেলেছে। হর্ষল বা ইউরেনাস শনির চেয়েও বেশি শক্তিশালী গ্রহ হিসাবে বিবেচিত হয়। এই গ্রহ বেশ কিছু গুণের অধিকারী। হর্ষল গ্রহের গোচরের ফলে বেশ কিছু রাশি লাভবান হতে চলেছে।

আধুনিক জ্যোতিষে মিথুন, তুলা ও কুম্ভ রাশিতে ইউরেনাস বা হর্ষল গ্রহ বলবান বলে মনে করা হয়। অপরদিকে, বৃষ ও মেষ রাশির জন্য হর্ষল গ্রহ খুবই ক্ষতিকারক ফল দেয় বলে মানা হয়। হর্ষল গ্রহ বৃষ রাশিতে রয়েছে, তাই এটি বৃষ রাশির জন্য ক্ষতিকারক। তবে মিথুন, তুলা ও কুম্ভ রাশিকে মালামাল করবে হর্ষল বা ইউরেনাস গ্রহ। 

মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য হর্ষল গ্রহের গোচর শুভ ফল দেবে। জীবনে হঠাৎ করে বিরাট লাভের মুখ দেখতে পারে। নতুন করে জীবন শুরু করতে পারে। আর্থিক দিক মজবুত হবে এদের। আধ্যাত্মিকতার দিকে রুচি বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সব মতভেদ দূর হবে। কোনও সুখবর আসতে পারে এই সময়। মা-বাবার স্বাস্থ্য ভাল থাকবে। জীবনে সব ধরনের বিলাসিতা পাবেন। 

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য দ্বিগুণ লাভ হতে পারে ৷ এই রাশির সাড়ে সাতির চাপ কমতে চলেছে ৷ এর ফলেই হর্ষল গ্রহ লাভের মুখ দেখাবেন। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে। জীবনে নতুন কোনও কিছুর আগমন হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। সব স্বপ্ন এবার পূরণ হবে, চাপ কমবে। 

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভদের জন্য যদিও সাড়ে সাতির তৃতীয় চরণ চলবে। এই সময়ে শনিও অত্যন্ত নরম হয়ে যান। হর্ষল গ্রহের রাশি পরিবর্তন জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে। কুম্ভ রাশির জন্য অত্যন্ত ভাল হতে চলেছে এই সময়। ইউনেরাসের হাত ধরেই ঘুরবে ভাগ্য। অর্থভাগ্য মজবুত থাকবে। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement
Advertisement