Advertisement

Vaishakh Purnima Lucky Zodiacs: ২০২৪-র মে মাস পর্যন্ত সুসময় ৪ রাশির, বৈশাখ পূর্ণিমায় লাকি যোগ

বৈদিক ক্যালেন্ডার অনুসারে,বৈশাখ পূর্ণিমা শুরু হচ্ছে  ৪ মে রাত ১১টা ৩৫ মিনিটে। পরের দিন ৫ মে রাত ১১টা ২ মিনিটে শেষ হবে।  বৈশাখ পূর্ণিমায় চন্দ্রদেবের পুজো করা হয়। বৈশাখ পূর্ণিমার চন্দ্রোদয় হবে ৫ মে। তাই বৈশাখ পূর্ণিমা পালিত হবে ওই দিনে। 

vaishakh purnima rashifalvaishakh purnima rashifal
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 May 2023,
  • अपडेटेड 7:07 PM IST
  • ৫ মে বৈশাখ পূর্ণিমা।
  • ২০২৪ সাল পর্যন্ত দারুণ সময় ৪ রাশির।

শাস্ত্রমতে, বৈশাখ পূর্ণিমার বিশেষ তাৎপর্য। পঞ্জিকা অনুসারে, প্রতি বছর বৈশাখ পূর্ণিমার দিনে বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। লোকবিশ্বাস, ভগবান বিষ্ণুর নবম অবতার বুদ্ধ। বৈশাখ পূর্ণিমায় তিনি আবির্ভূত হন। এ বছর বুদ্ধ পূর্ণিমা পালিত হবে ৫ মে। এই দিনে দান ও ধর্মীয় কাজ করলে মেলে পুণ্য। আর এ বছর বৈশাখ পূর্ণিমায় ১৩০ বছর পর ঘটছে বিরল কাকতালীয় ঘটনা। ওই দিনেই হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যে কারণে এ বছর বৈশাখ পূর্ণিমার গুরুত্ব আরও বেড়েছে। কারণ সদ্য বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে। এর ফলে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দারুণ কাটতে চলেছে ৪ রাশির জাতক-জাতিকাদের।  

বৈদিক ক্যালেন্ডার অনুসারে,বৈশাখ পূর্ণিমা শুরু হচ্ছে  ৪ মে রাত ১১টা ৩৫ মিনিটে। পরের দিন ৫ মে রাত ১১টা ২ মিনিটে শেষ হবে।  বৈশাখ পূর্ণিমায় চন্দ্রদেবের পুজো করা হয়। বৈশাখ পূর্ণিমার চন্দ্রোদয় হবে ৫ মে। তাই বৈশাখ পূর্ণিমা পালিত হবে ওই দিনে। 

বৈশাখ পূর্ণিমার শুভ মুহূর্ত

আরও পড়ুন

বৈশাখ পূর্ণিমায় স্নানের সময় সকাল ৪টে ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টে ৫৫ মিনিট পর্যন্তবে। এ সময় নদীতে স্নান করেন বহু মানুষ। বৈশাখ পূর্ণিমার চন্দ্রোদয় হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে। সন্ধ্যায় চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করতে পারেন।

বৈশাখ পূর্ণিমার গুরুত্ব

বৈশাখ পূর্ণিমার বিশেষ গুরুত্ব শাস্ত্রে বলা হয়েছে। এই দিনে নদীতে স্নান করলে অক্ষয় পুণ্য মেলে। অশ্বত্থ গাছকে পুজো করেন অনেকে। খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালালে মেলে শুভ ফল। জীবনে আসে সুখ এবং সমৃদ্ধি। 

২০২৪ সালের মে মাস পর্যন্ত দারুণ সময় ৪ রাশির 

তুলা রাশি- বৃহস্পতি গ্রহের বদল আপনার জন্য শুভ হতে পারে। কারণ বৃহস্পতি আপনার রাশির সপ্তম ঘরে ঢুকেছে। তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু। তাই এই সময়ে আপনার সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাবেন। বাইরে যাওয়ার সুযোগ হবে। কেরিয়ার তুঙ্গে থাকবে। চাকরি ও ব্যবসায় লাভবান হবেন। চাকরিজীবীরা পদোন্নতি এবং ইনক্রিমেন্ট পাবেন।

Advertisement

কর্কট রাশি- কর্কট রাশির জন্য ২০২৪ সালের মে পর্যন্ত দারুণ সময় কাটবে। কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির দশম ঘরে রয়েছে। অন্যদিকে,আপনার ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি দেবগুরু। এ কারণেই আপনি এই সময়ে ভাগ্যবান হতে পারেন। ভাগ্যের সঙ্গ পাবেন। ২০২৪ পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। আপনার ইচ্ছা পূরণ হবে। যাঁরা ব্যবসায়ী তাঁরা ভালো লাভ করতে পারেন।  আপনি অর্থ উপার্জনের দুর্দান্ত সুযোগ পাবেন। এই সময়ে আপনার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে।

সিংহ রাশি-  বৃহস্পতির রাশি পরিবর্তন সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল হতে পারে। কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির নবম ঘরে গমন করেছে। ২০২৪  সালের মে পর্যন্ত সেখানে অবস্থান করবে। তাই এই সময়ে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। গাড়ি ও বাড়ি-ফ্ল্যাট ক্ষেত্রে এই সময়টি আপনার জন্য খুব শুভ। কেরিয়ারের দিক থেকেও ২০২৪ সালের মে মাস পর্যন্ত সময়টা ভালো যাবে। আপনি সাফল্য লাভ করবেন। চাকরিজীবী ও ব্যবসায়ীরা আয় করবেন। উন্নতির যোগও প্রবল। 

মেষ রাশি- বৃহস্পতি আপনার নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি। বর্তমানে আপনার প্রথম ঘরে প্রবেশ করেছে। বৃহস্পতি উত্থান আপনাকে সৌভাগ্য এনে দেবে। আপনি কেরিয়ারে তুঙ্গ সাফল্য পাবেন। কেরিয়ার ও ব্যবসায় লাভের মুখ দেখবেন। আপনি লক্ষ্মীলাভ করবেন। উন্নতির যোগ রয়েছে। ২০২৪ সালের মে মাস পর্যন্ত আপনার সুসময়। আপনি মন দিয়ে কাজ করলেই সাফল্য পাবেন। 


Read more!
Advertisement
Advertisement