Advertisement

Navapancham Rajyog: ২৫ নভেম্বর পর্যন্ত নবপঞ্চম রাজযোগ, চাকরিতে প্রমোশন ও বিদেশ ভ্রমণের সুযোগ এই ৩ রাশির

শুক্র এবং রাহুর রাশি পরিবর্তনের জেরে তৈরি হয়েছে নবপঞ্চম রাজযোগ। আর এই যোগের কারণেই একাধিক রাশির চাকরিজীবনে নানা পরিবর্তন আসতে চলেছে। কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়?

কোন ৩ রাশির জীবনে বিরাট পরিবর্তন? কোন ৩ রাশির জীবনে বিরাট পরিবর্তন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 3:59 PM IST
  • শুক্র এবং রাহুর রাশি পরিবর্তনে নবপঞ্চম রাজযোগ
  • একাধিক রাশির চাকরিজীবনে নানা পরিবর্তন আসতে চলেছে
  • কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়?

বছরের শেষে রাশি পরিবর্তন করছে একের পর এক গ্রহ। তৈরি হচ্ছে নানা বিশেষ যোগ। বর্তমানে তৈরি হয়েছে নবপঞ্চম রাজযোগ। রাহু কুম্ভ রাশিতে এবং শুক্র তুলা রাশিতে অবস্থান করার কারণেই এই বিশেষ যোগ তৈরি হয়েছে। দুই গ্রহের অনন্য যোগের কারণেই সৃষ্টি হয়েছে এই নবপঞ্চম রাজযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই শুভ যোগের কারণে সম্পদ, ভাগ্য এবং সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি রাশির জাতকরা। ২৫ নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে শুক্র। ততদিনই সক্রিয় থাকবে নবপঞ্চম রাজযোগ। 

কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?
তুলা রাশি: রাহু এবং শুক্রের নবপঞ্চম রাজযোগের কারণে তুলা রাশির জাতকদের হঠাৎ করে সম্পদ বৃদ্ধি করতে পারে। বিভিন্ন জায়গা থেকে অর্থলাভের সুযোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে। সন্তানের জন্য গর্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির বাবা-মায়েদের। সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় রয়েছে এই নবপঞ্চম রাজযোগের সময়ে। 

ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্য রাহু এবং শুক্রের নবপঞ্চম রাজযোগ অত্যন্ত শুভ। এই যোগের প্রভাবে ভাগ্য শক্তিশালী হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। নতুন ব্যবসার সুযোগ খুলবে। আর্থিক অবস্থার সার্বিক উন্নতি হবে। চাকরিপ্রার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। নতুন চাকরির সুযোগ আসবে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। 

কুম্ভ রাশি: রাহু এবং শুক্রের নবপঞ্চম রাজযোগের মাধ্যমে এই রাশির জাতকদের ভগবানের আশীর্বাদ বজায় থাকবে। চাকরিজীবীদের পদোন্নতি হবে। ব্যবসায়ীরা বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। বাড়িতে সুখ, সমৃদ্ধি ও শান্তির পরিবেশ বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে প্রেম অটুট থাকবে, দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। স্বাস্থ্যেরও উন্নতি হবে। 

 

Read more!
Advertisement
Advertisement