বিভিন্ন গ্রহের মধ্য়ে অন্যতম হল শুক্র। জ্যোতিষ মতে, যেসব জাতকদের শুক্রের অবস্থান শক্তিশালী হয়, তাঁদের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে। রাশিচক্রে এই ৩ রাশি শুক্রের খুব প্রিয়। জেনে নিন বিশদে...
মীন রাশি (Pisces):
শুক্রের খুব প্রিয় রাশি হল মীন। শুক্রের আশীর্বাদে কেরিয়ারে এই রাশির জাতকরা উন্নতি করেন। সৃজনশীল কাজে সাফল্য পান এই রাশির জাতকরা। সৌভাগ্যবান হন এঁরা।
বৃষ রাশি (Taurus):
শুক্রের কৃপা লাভ করেন বৃষ রাশির জাতকরা। এই রাশির জাতকরা সারাজীবন সুখ পান। আর্থিক দিক থেকে এই রাশির জাতকরা ভাগ্যবান হবেন।
তুলা রাশি (Libra):
তুলা রাশির জাতকরা শুক্রের অন্যতম প্রিয়। আজীবন এই রাশির জাতকরা সুখে থাকেন। কেরিয়ারে এই রাশির জাতকরা সাফল্য লাভ করেন।
অন্য দিকে, জ্যোতিষ মতে, অগাস্টে সূর্যের গোচরে ভাগ্য বদলাবে বৃষ, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা।জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১১ অগাস্ট মার্গী হতে চলেছে বুধ। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের।