Advertisement

Sukra Gochar: ৩ রাশির জন্য জন্য সুখবর, শুক্র গোচরে মে মাসে সৌভাগ্য, বাড়বে আয়-সম্মান

প্রত্যেক গ্রহ নির্দিষ্ট সময়ে একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করে। দানবদের গুরু শুক্র সাধারণত ২৫ দিনেরও বেশি সময়ে এক রাশি থেকে অন্য রাশিতে যান। বর্তমানে তিনি মীন রাশিতে অবস্থান করছেন। আগামী ১৩ এপ্রিল শুক্র মীন রাশিতেই মার্গী হবেন।

Sukra gocharSukra gochar
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2025,
  • अपडेटेड 3:19 PM IST

প্রত্যেক গ্রহ নির্দিষ্ট সময়ে একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করে। দানবদের গুরু শুক্র সাধারণত ২৫ দিনেরও বেশি সময়ে এক রাশি থেকে অন্য রাশিতে যান। বর্তমানে তিনি মীন রাশিতে অবস্থান করছেন। আগামী ১৩ এপ্রিল শুক্র মীন রাশিতেই মার্গী হবেন। এরপর ৩১ মে তিনি মেষ রাশিতে প্রবেশ করবেন। তার মানে, মে মাসের শেষ অবধি শুক্র মীন রাশিতেই অবস্থান করবেন। এই সময় কিছু রাশির জন্য যেন আশীর্বাদস্বরূপ। চাকরি ও ব্যবসায় মিলবে লাভ।

শুক্র গ্রহ ও মা লক্ষ্মীর সংযোগ
বৈদিক জ্যোতিষ শাস্ত্রে শুক্রকে মা লক্ষ্মীর কারক বলে ধরা হয়। এই গ্রহ মানুষের জীবনে সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। দাম্পত্য জীবন সুখের হয়। সত্যিকারের প্রেমও আসে জীবনে। জীবনের সাফল্যের পথ খুলে যায়। মে মাস বিশেষ কিছু রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। দেখে নেওয়া যাক কোন রাশির জাতক-জাতিকারা ভাগ্যবান হবেন এই সময়ে।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য সময়টা খুব শুভ। ব্যবসার সম্প্রসারণ হবে। ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, একে অপরকে আরও ভালো করে বুঝতে পারবেন। প্রেমিক-প্রেমিকার জীবনেও প্রেম আসবে। বিয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। সমাজে মান-সম্মান বাড়বে। ভাগ্য থাকবে একেবারে পাশে। আর্থিক দিকও হবে মজবুত।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য শুক্র ভাগ্যের দরজা খুলে দেবেন। বাড়িতে শুভ ও মাঙ্গলিক কাজ হবে। ভ্রমণের সম্ভাবনা আছে। বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ হতে পারে। উচ্চপদস্থ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। কর্মজীবনে লাভ হবে। বিনিয়োগে মিলবে ভালো রিটার্ন। ঝামেলা শেষ হবে। আটকে থাকা কাজ গতি পাবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য সময়টা অনুকূল। ভাগ্য থাকবে সহায়। ধনসম্পদ বাড়বে। চাকরিতে প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে। আয়ে বৃদ্ধি হবে। হঠাৎ করে আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। ব্যবসার সঙ্গে যুক্তদের জন্যও সময়টা লাভজনক। বিনিয়োগের জন্য মে মাস শুভ প্রমাণিত হবে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement