Advertisement

Sukra Gochar 2025: শুক্র গোচরে বিলাস-আরাম, ৩ রাশির জীবনের ভোল পাল্টাবে শীঘ্রই

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ধন, সম্পদ, ঐশ্বর্য আর বৈভবের প্রধান কারক হিসেবে ধরা হয়। এই গ্রহ নির্দিষ্ট সময় অন্তর তার রাশি পরিবর্তন করে এবং সেই পরিবর্তনের প্রভাব পড়ে সব ১২টি রাশির ওপরেই।

Sukra gocharSukra gochar
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2025,
  • अपडेटेड 5:43 PM IST

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ধন, সম্পদ, ঐশ্বর্য আর বৈভবের প্রধান কারক হিসেবে ধরা হয়। এই গ্রহ নির্দিষ্ট সময় অন্তর তার রাশি পরিবর্তন করে এবং সেই পরিবর্তনের প্রভাব পড়ে সব ১২টি রাশির ওপরেই। চলতি বছর ২৯ জুন শুক্র তার নিজের রাশি বৃষে গমন করবে। এই রাশি পরিবর্তনের ফলে বেশ কয়েকটি রাশি সরাসরি লাভবান হতে চলেছে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদেরা।

বৃষ
শুক্রের বৃষ রাশিতে গমন এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে বৃষ রাশির মানুষজন হঠাৎ করে অর্থ লাভ করতে পারেন। আর্থিক দিক থেকে স্থিরতা আসবে। যাঁরা এখনও অবিবাহিত, তাঁদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। চাকরিতে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য এই সময়টা পদোন্নতির দিক থেকে ইতিবাচক হবে। পাশাপাশি যাঁরা ব্যবসা করেন, তাঁদের ক্ষেত্রেও এই গমন আর্থিকভাবে লাভদায়ক হতে পারে।

কন্যা
শুক্রের গচর কন্যা রাশির জন্যও বেশ লাভজনক হতে পারে। এই সময়ে কন্যা রাশির জাতকরা অর্থ, ব্যবসা, পরিবার ও স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। ভাগ্য তাঁদের সঙ্গে থাকবে, যার ফলে আটকে থাকা কাজগুলি পূর্ণ হতে শুরু করবে। সরকারি দপ্তর থেকে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবন হয়ে উঠবে আনন্দময় ও স্বচ্ছন্দ। যেটার দরকার হবে, সেটারই প্রাপ্তি হবে এই সময়ে। এমনকী ধর্মীয় কাজেও কন্যা রাশির জাতকরা অংশ নেবেন।

মকর
মকর রাশির জাতকদের জন্য শুক্রের এই গচরও শুভ বার্তা নিয়ে আসবে। এই সময়ে ছাত্রছাত্রীদের জন্য ফল ভালো আসতে পারে। অর্থ, সম্পদ বাড়বে। গৃহস্থালির শান্তি বজায় থাকবে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পেশাগত কাজের যেসব বাধা ছিল তা কেটে যাবে। যাঁরা অবিবাহিত, তাঁদের জন্য বিয়ের সুযোগ তৈরি হতে পারে।

সব মিলিয়ে শুক্রের বৃষ রাশিতে গমন তিনটি রাশির জাতকদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। অর্থ, সম্পর্ক ও পেশাগত জীবনে মিলবে ইতিবাচক ফল। তবে প্রতিটি ফলাফলের প্রকৃত রূপ নির্ভর করে ব্যক্তিগত জন্মছকের ওপর, তাই কারও কারও ক্ষেত্রে ফল ভিন্নও হতে পারে। জ্যোতিষ পরামর্শ নিয়ে চলাই সর্বোত্তম।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement