Advertisement

Ajker Virgo Rashifal: কন্যা রাশি- ৬ ফেব্রুয়ারি, ২০২৪- জীবিকার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে লাভ হবে

বন্ধুর কাছ থেকে ভালো খবর পাবেন। আবেগগত দিকটি উন্নত করা ভবিষ্যতে সম্পর্ককে শক্তিশালী করবে। বিবাহিত জীবনে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোনও পর্যটন গন্তব্যে বেড়াতে যাবেন।

Virgo
অরুনেশ কুমার শর্মা
  • কলকাতা ,
  • 06 Feb 2024,
  • अपडेटेड 5:56 AM IST

কন্যা-- আজ ইতিবাচক থাকুন। অনাবশ্যক কথা বলবেন না। অতিরিক্ত কথায় আজ বিড়ম্বনা বাড়তে পারে। মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্র উদ্বেগসূচক। আর্থিক ও আয় নিতান্ত চলনসই। আত্মীয়ের গৃহে আতিথ্যগ্রহণ ও কোথাও বেড়াতে যাবেন। কারও অনুরোধ রক্ষা ও কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। শরীর ও মনের শান্তি নষ্ট হবে। গৃহে আত্মীয়ের আগমন ঘটবে। গৃহে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বৃদ্ধি পাবে।

অর্থ ও পেশা-- জীবিকার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে লাভ হবে। শ্রমিক শ্রেণি কর্মসংস্থান পাবে। পশু ক্রয়-বিক্রয়ে নিয়োজিত ব্যক্তিরা বড় সাফল্য পেতে পারেন। চাকরিতে অপ্রয়োজনীয় বিতর্কের পরিস্থিতি এড়িয়ে চলুন। তিনি তার ঊর্ধ্বতনদের সঙ্গে একমত হতে থাকেন। কর্মসংস্থান পেয়ে শ্রমিক শ্রেণী আনন্দিত হবে। 

প্রেম ও পরিবার-- বন্ধুর কাছ থেকে ভালো খবর পাবেন। আবেগগত দিকটি উন্নত করা ভবিষ্যতে সম্পর্ককে শক্তিশালী করবে। বিবাহিত জীবনে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোনও পর্যটন গন্তব্যে বেড়াতে যাবেন। পরিবারে সুখ শান্তি বাড়বে। কোনও শুভ কর্মসূচী সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুভ সংখ্যা-- ১, ৭ ও ৯

শুভ রং- চেরি লাল

আজকের প্রতিকার-- আজ বজরংবলীর পুজো করলে ভাল ফল। চাকরি বা রোজগারের ক্ষেত্রে বারংবার সমস্যায় পড়লে বজরংবলীর এই মন্ত্র জপ করতে পারেন। এটি হল, ওম পিঙ্গাক্ষায় নমঃ। ৯ মঙ্গলবার এই মন্ত্র জপ করলে সুফল পাবেন।
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement