Vish Yog Rashifal: সব শুভ গ্রহ ও নক্ষত্ররা নিজেদের সময় মতো গতিপথ পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সে সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। সেটি কখনও শুভ হয়, আবার কখনও অশুভ হয়। যার বিশেষ প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের উপর এমনটাই বলে জ্যোতিষশাস্ত্র।
২৭ ফেব্রুয়ারি চাঁদ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। শনিদেব কুম্ভ রাশিতেই রয়েছে। যার ফলে তৈরি হবে 'বিষ যোগ’। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বড় রোগের ঝুঁকিও তাদের বাড়তে পারে।
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের উপর এই যোগের অশুভ প্রভাব পড়বে। এসময় আপনার জন্য খুব খারাপ সময়। আপনার ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হবে। তাছাড়া আদালত সংক্রান্ত যে সমস্যা জড়িয়ে ছিলেন তাতে আপনার নানান সমস্যা আসবে। লেনদেনের বিষয়ে একটু সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে জুনিয়র আপনাকে কাজে চাপের মধ্যে ফেলবেন। এসময়ে অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন, তাদের অত্যন্ত খারাপ সময়। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। সব সময় অযথা কারও সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু। এসময় সাবধানে থাকবেন। মানসিক চাপের সম্মুখীন হতে হতে পারেন আপনি। যারা বেসরকারি চাকরি করছেন, তাঁদের খুব খারাপ সময়। এসময় বাবা-মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। অযথা তর্কাতর্কিতে জড়াবেন না। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ না করাই ভালো। এ সময় গাড়ি চালালে সাবধানে চালাবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের উপর বিষ যোগের অশুভ প্রভাব পড়বে। এই সময় কোনও কাজেই এগোতে পারবেন না আপনারা। মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনার। কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। সকলের সঙ্গে অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ভগবান শিব, শনিদেবের পুজো করলে তবেই জীবনে এগোতে পারবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনেও নানান সমস্যা আসবে আপনার।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের ওপর এই যোগের বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনার রাশির দ্বাদশ ঘরে তৈরি হবে এই যোগ। তাই আপনার জীবনে অনেক ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার নানান সমস্যা আসবে। আপনাকে চাপের মুখে পড়তে হতে পারে। অর্থহানি হতে পারে। এসময় নিজের পায়ের যত্ন নিন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। এসময় আপনার পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। সকলের সঙ্গেই অশান্তি হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছে নানান সমস্যার সম্মুখীন হতে পারে আপনার।