Advertisement

Surya Gochar 2025: সূর্যের বিপজ্জনক গোচরে সবকিছু ছারখার, একমাস ধরে আর্থিক সঙ্কটে ৫ রাশি

গ্রহদের রাজা সূর্য গোচর করে মঙ্গলের রাশি বৃশ্চিকে প্রবেশ করে ফেলেছে। সূর্যের এই গোচরকে বৃশ্চিক সংক্রান্তি বলা হয়। সূর্য ১৬ নভেম্বর ২০২৫ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মঙ্গলের রাশি বৃশ্চিকে বিরাজ করবে।

সূর্যের গোচরে খারাপ সময় ৫ রাশিরসূর্যের গোচরে খারাপ সময় ৫ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 12:08 PM IST
  • গ্রহদের রাজা সূর্য গোচর করে মঙ্গলের রাশি বৃশ্চিকে প্রবেশ করে ফেলেছে।

গ্রহদের রাজা সূর্য গোচর করে মঙ্গলের রাশি বৃশ্চিকে প্রবেশ করে ফেলেছে। সূর্যের এই গোচরকে বৃশ্চিক সংক্রান্তি বলা হয়। সূর্য ১৬ নভেম্বর ২০২৫ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মঙ্গলের রাশি বৃশ্চিকে বিরাজ করবে। এই পরিবর্তন কিছু রাশিদের জন্য অমঙ্গল বলে প্রমাণিত হবে। এই কদিন কাদের দুর্ভাগ্য সঙ্গে থাকবে আসুন জেনে নেওয়া যাক। 

মেষ রাশি
সূর্যের বৃশ্চিক রাশিতে গোচর মেষ রাশির জাতকদের স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলবে। এরই সঙ্গে অর্থহানি বা আয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। যে সিদ্ধান্তে ঝুঁকি রয়েছে তা থেকে বিরত থাকুন। খরচের ওপর নিয়ন্ত্রণ আনুন। এই সময় ভ্রমণ থেকে দূরে থাকুন। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য সূর্যের গোচর খুবই চ্যালেঞ্জে ভরা থাকবে। স্বাস্থ্যের পাশাপাশি সম্পর্কেও প্রভাব পড়বে। ব্রেকআপও হতে পারে। এই সময় নতুন কাজ শুরু করার ভুল করবেন না। আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। 

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য আর সূর্যের এই গোচর এই রাশির জাতকদের জন্য একেবারেই শুভ প্রমাণিত হবে না। বাদ-বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কেরিয়ারে চ্যালেঞ্জ আসতে পারে। কোনও সফরে যাওয়ার যোগ রয়েছে তবে সেখানে লোকসান হতে পারে। কড়া পরিশ্রম করেও ফল পাবেন না। 

কন্যা রাশি
সূর্যের গোচর কন্যা রাশির জাতকদের জন্য মানসিক অশান্তি নিয়ে আসবে এবং এই রাশির জাতক-জাতিকারা অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনি এই সময় কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের জীবনে সমস্যা দেখা দিতে পারে। নিজের কথার ওুর নিয়ন্ত্রণ রাখুন। অর্থ হানি হওয়ার যোগ রয়েছে। পড়ুয়ারা এই সময় মন দিয়ে পড়াশোনা করুন। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের আগামী একমাস আর্থিক সঙ্কট দেখা দেবে। আয়ের তুলনায় খরচ বাড়বে। প্রেমের জীবনে শুধুই অশান্তি হবে। কোনও বন্ধুর সঙ্গে ঝগড়া হতে পারে। সম্পর্কে দুরত্ব আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজ সতর্কতার সঙ্গে করুন। উদাসীনতা এই সময় দেখাবেন না।  
  

Advertisement

Read more!
Advertisement
Advertisement