Advertisement

Weekly Horoscope 14 July-20 July: জুলাইয়ের তৃতীয় সপ্তাহ কোন রাশির কেমন যাবে? সাপ্তাহিক রাশিফল জানুন

Weekly Horoscope July 2025: জুলাইয়ের তৃতীয় সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেওয়া হল এই প্রতিবেদনে। নতুন সপ্তাহে দুইটি বড় গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে।

weekly horoscope July 2025: সাপ্তাহিক রাশিফল জেনে নিন।weekly horoscope July 2025: সাপ্তাহিক রাশিফল জেনে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2025,
  • अपडेटेड 2:26 PM IST
  • জুলাইয়ের তৃতীয় সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেওয়া হল এই প্রতিবেদনে।
  • নতুন সপ্তাহে দুইটি বড় গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে।
  • দুই ঘটনার প্রভাব পড়বে সব ১২টি রাশির উপর।

Weekly Horoscope July 2025: জুলাইয়ের তৃতীয় সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেওয়া হল এই প্রতিবেদনে। নতুন সপ্তাহে দুইটি বড় গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে।

এই সপ্তাহে বক্রী হবে শনি গ্রহ। অন্যদিকে, সূর্যও রাশি পরিবর্তন করবে। এই দুই ঘটনার প্রভাব পড়বে সব ১২টি রাশির উপর। কার ভাগ্য ফিরবে? কার জীবনে কঠিন সময় আসবে? জেনে নিন বিস্তারিত।

মেষ রাশি 
অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। টাকা ধার নেওয়া বা দেওয়া হলে খেয়াল রাখুন। প্রেমের সমস্যা কিছুটা মিটবে। মহিলাদের জন্য ধর্মীয় কাজের সময়। শরীর থাকবে মোটামুটি ভাল। ছোট ব্যবসায়ীদের সময় ভাল। ছাত্রছাত্রীরা পাবেন সাফল্য।

বৃষ রাশি
ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন না। প্রেম নিয়ে সাবধানে থাকুন। গাড়ি চালানোর সময় খেয়াল রাখুন। ব্যবসায় বড় লাভের সুযোগ। চাকরির ক্ষেত্রেও সময় অনুকূল। খাবারদাবারে সতর্ক থাকুন।

মিথুন রাশি
অপ্রয়োজনে অন্যের ব্যাপারে মাথা না গলান। শরীর খারাপ হতে পারে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। সন্তানের দিক থেকে সুখবর। সঙ্গীর সঙ্গে সময় কাটবে। চাকরি ও ব্যবসার অবস্থা ভাল।

কর্কট রাশি
ভালোবাসার সম্পর্কে বিশ্বাস বাড়বে। বন্ধুদের সাহায্য পাবেন। পড়াশোনায় বাড়তি পরিশ্রম দরকার। স্বাস্থ্যের দিক থেকে সময় মোটামুটি। অপরের উপর বেশি ভরসা না করাই ভাল।

সিংহ রাশি
পুরনো রোগ ফিরে আসতে পারে। প্রেমের সম্পর্কে সমস্যায় পড়তে পারেন। বন্ধুদের থেকে দূরে থাকা কষ্ট দিতে পারে। ব্যবসায় চুক্তি পড়াশোনা করে সই করুন।

কন্যা রাশি
বড় অর্থলাভ আটকে যেতে পারে। চাকরিতে সমস্যা হতে পারে। জমিজমা কেনাবেচার সময় সতর্ক থাকুন। প্রেমের সঙ্গীর সঙ্গে সময় কাটবে। সন্তানের ওপর নজর রাখুন।

তুলা রাশি
ভুল বোঝাবুঝিতে প্রেমের সম্পর্কে সমস্যা হতে পারে। পারিবারিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেবেন না। ব্যবসার পুরনো চুক্তি বাতিল হতে পারে। চাকরিতে প্রেসার বাড়বে। অভিজ্ঞদের পরামর্শ কাজে লাগবে।

বৃশ্চিক রাশি
মায়ের সাহায্যে নতুন কাজ শুরু করতে পারেন। মামলা-মোকদ্দমায় জিতবেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা। জমিজমা সংক্রান্ত বিষয়ে লাভ। দাম্পত্য জীবন সুখের। শরীর ভাল থাকবে।

Advertisement

ধনু রাশি
বড় ব্যবসায় চুক্তি করার আগে পরামর্শ নিন। চাকরিতে পদোন্নতি ও বদলির সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন। শ্বশুরবাড়ি থেকে অর্থলাভ। সমাজে সম্মান বাড়বে। প্রেম বিয়েতে রূপ নিতে পারে।

মকর রাশি
আয় বাড়ানোর নতুন রাস্তা খুলবে। মামলা-মোকদ্দমা বাইরে মিটিয়ে নিন। পুরনো কাজ সফল হবে। চাকরি-ব্যবসায় স্থিতিশীলতা। বন্ধু বা আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে। কথায় সংযম রাখুন।

কুম্ভ রাশি
প্রেমের সম্পর্কে সুখ থাকবে। সঙ্গী উপহার দিতে পারেন। পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন। ছাত্রছাত্রীরা সাফল্য পাবেন। বয়স্কদের আশীর্বাদে উপকার পাবেন।

মীন রাশি
পরিবারের সমস্যা মিটবে। ব্যবসার সফর লাভজনক হবে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য পদোন্নতির সুযোগ। প্রেমের জন্য সময় ভাল। আবেগে ভুল সিদ্ধান্ত নেবেন না। সন্তানের থেকে সুখ পাবেন।

দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।

Read more!
Advertisement
Advertisement