
Rashifal News: ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহটি জ্যোতিষ মতে বেশ কিছু রাশির জাতকদের জন্য আর্থিক ও পেশাগত দিক থেকে অত্যন্ত শুভ। সপ্তাহের শুরুতেই চাঁদের মেষ রাশিতে গোচরের ফলে তৈরি হচ্ছে ধন যোগ। আবার সপ্তাহের মাঝামাঝি মিথুন রাশিতে চাঁদ ও বৃহস্পতির যুতিতে গঠিত হবে শক্তিশালী গজকেশরী যোগ।
এই দুই শুভ যোগের মিলিত প্রভাবে সাফল্য, অর্থলাভ, সন্তান সুখ ও কেরিয়ারে অগ্রগতির ইঙ্গিত মিলছে। বিশেষ করে মেষ, কর্কট ও তুলা রাশির জাতকরা এই সপ্তাহে বাড়তি সুবিধা পেতে পারেন। দেখে নেওয়া যাক ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী রয়েছে।
মেষ রাশি
এই সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতির স্পষ্ট ইঙ্গিত পাচ্ছেন মেষ রাশির জাতকরা। সমাজে সম্মান বাড়বে। প্রভাবশালী কারও সহায়তায় আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য আগের তুলনায় ভালো থাকবে। দাম্পত্য ও পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে।
বৃষ রাশি
পরিশ্রমের পূর্ণ ফল পাবেন বৃষ রাশির জাতকরা। নিজের অন্তরাত্মার কথা শুনে সিদ্ধান্ত নিলে লাভ হবে। শরীর ভালো থাকবে। অংশীদারিত্বের ব্যবসায় সাফল্য মিলবে। তবে পরিবারের কারও সঙ্গে অহেতুক অহংকারের সংঘাত এড়িয়ে চলুন।
কন্যা রাশি
গজকেশরী যোগের শুভ প্রভাবে কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহ অর্থলাভে ভরপুর। নতুন ভাবনা কাজে লাগাতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক ভাবে নিজেকে চনমনে অনুভব করবেন। সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।
তুলা রাশি
কেরিয়ারে উন্নতির একাধিক সুযোগ আসবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক জীবন সুখের হবে। ব্যবসায়িক সফর লাভজনক হতে পারে। সপ্তাহের শেষে বড় কোনও সাফল্য আপনার অপেক্ষায়।
মকর রাশি
আর্থিক সমৃদ্ধির সপ্তাহ। জীবনের নতুন অধ্যায় শুরু করার সুযোগ পাবেন। কেরিয়ারে সাফল্য এলেও প্রত্যাশার তুলনায় কিছুটা কম হতে পারে। পরিবারের কারও শারীরিক অসুস্থতা চিন্তার কারণ হতে পারে।
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে অগ্রগতির পথ খুলে যাবে। সব প্রকল্প সফলভাবে শেষ করতে পারবেন। উন্নতির নতুন সুযোগ আসবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি লাভজনক। কোনও সিদ্ধান্ত ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে।