Advertisement

Weekly Horoscope (29 December To 4 January): সাপ্তাহিক রাশিফল ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি: আপনার রাশির কেমন যাবে?

নতুন বছরের একেবারে শুরুতেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে চার রাশির। ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই এক সপ্তাহকে নিয়েই এখন বিশ্লেষণে ব্যস্ত জ্যোতিষ মহল।

কী বলছে ভাগ্যচক্র? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।কী বলছে ভাগ্যচক্র? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2025,
  • अपडेटेड 6:20 PM IST
  • নতুন বছরের একেবারে শুরুতেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে একাধিক রাশির।
  • ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬, এই সময়েই শুরু হচ্ছে নতুন বছর।
  • জ্যোতিষবিদদের মতে, বছরের প্রথম সপ্তাহে গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থান বারোটি রাশির উপরই আলাদা আলাদা প্রভাব ফেলবে।

Weekly Horoscope (29 December To 4 January): নতুন বছরের একেবারে শুরুতেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে একাধিক রাশির। ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬, এই সময়েই শুরু হচ্ছে নতুন বছর। জ্যোতিষবিদদের মতে, বছরের প্রথম সপ্তাহে গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থান বারোটি রাশির উপরই আলাদা আলাদা প্রভাব ফেলবে। কারও জন্য এই সময় সুখবরের, কারও জন্য সতর্কতার। তবে চারটি রাশির জন্য এই সপ্তাহ নিঃসন্দেহে বিশেষ ভাবে শুভ বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাকি রাশিগুলির ক্ষেত্রেও কী বলছে ভাগ্যচক্র? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

মেষ রাশি
দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এই সপ্তাহে শেষ হওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক লাভের স্পষ্ট ইঙ্গিত মিলছে। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা সফল হবে। মানসিক চাপ কমবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। নতুন সপ্তাহে খাদ্যদ্রব্য দান করা শুভ। শুভ রং গোলাপি।

বৃষ রাশি
এই সপ্তাহে আর্থিক দিক নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। আয় থাকলেও খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও ফল পেতে একটু সময় লাগবে। পারিবারিক বিষয়ে ধৈর্য রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। শুভ রং সাদা।

মিথুন রাশি
যোগাযোগ ও পরিকল্পনার জোরে কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। নতুন কাজ বা চুক্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থায় ধীরে ধীরে উন্নতি হবে। মানসিক চাঞ্চল্য বাড়তে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নেওয়া জরুরি। শুভ রং সবুজ।

কর্ক রাশি
কোনও সুখবর মন ভালো করে দিতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে এবং আয় বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার ইঙ্গিত মিলছে। আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি সম্মান বা উপহার পাওয়ার যোগ রয়েছে। ভ্রমণের সম্ভাবনাও তৈরি হচ্ছে। ভগবান শিবের মন্ত্র জপ শুভ ফল দেবে। শুভ রং হলুদ।

সিংহ রাশি
এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়বে। নেতৃত্বমূলক কাজে সাফল্য আসতে পারে। তবে অহংকার এড়িয়ে চলাই ভাল। অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি মিলবে। শুভ রং সোনালি।

Advertisement

কন্যা রাশি
কর্মক্ষেত্রে পরিশ্রমের চাপ বাড়তে পারে। তবে সেই পরিশ্রমের ফল মিলবে ধীরে ধীরে। স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্কতা প্রয়োজন। আর্থিক দিক মোটামুটি থাকবে। শুভ রং নীল।

তুলা রাশি
এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। অর্থনৈতিক অবস্থায় সামান্য উন্নতির যোগ রয়েছে। আইনি বা প্রশাসনিক বিষয়ে সাবধান থাকা জরুরি। শুভ রং গোলাপি।

বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে নতুন পরিবর্তন চোখে পড়তে পারে। যানবাহন বা সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা রয়েছে। কোনও সুখবর আত্মবিশ্বাস বাড়াবে। কর্মক্ষেত্রের সমস্যা ধীরে ধীরে মিটবে এবং অর্থলাভের যোগ তৈরি হবে। যানবাহন চালানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। খাদ্য ও অর্থ দান শুভ। শুভ রং কমলা।

ধনু রাশি
আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ফলে ব্যস্ততা থাকবে। তবে সেই পরিশ্রমের ফল মিলবে। পছন্দের জায়গায় স্থান পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নতুন কাজ শুরু বা শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। খাদ্যদ্রব্য দান লাভজনক। শুভ রং হলুদ।

মকর রাশি
এই সপ্তাহে ধৈর্য ও পরিকল্পনা জরুরি। কর্মক্ষেত্রে ধীরগতিতে হলেও উন্নতি হবে। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। পরিবারে বয়স্কদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। শুভ রং ধূসর।

কুম্ভ রাশি
নতুন চিন্তাভাবনা ও পরিকল্পনা কাজে লাগবে। কর্মক্ষেত্রে সৃজনশীলতার স্বীকৃতি মিলতে পারে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ বাড়বে। শুভ রং আকাশি।

মীন রাশি
এই সপ্তাহে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট কথা বলা প্রয়োজন। আর্থিক দিক মোটামুটি থাকবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন শান্ত হবে। শুভ রং বেগুনি, ভাগ্য শতাংশ ৬৯।

সব মিলিয়ে, নতুন বছরের প্রথম সপ্তাহে ভাগ্য একাধিক রাশির পাশে দাঁড়াচ্ছে। তবে জ্যোতিষের ইঙ্গিত যতই ইতিবাচক হোক, বাস্তব সিদ্ধান্তে সচেতন থাকাই শেষ কথা; এই বার্তাই দিচ্ছে বছরের প্রথম রাশিফল।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement