
Weekly Horoscope 5 to 11 January 2026: ২০২৬ এর শুরুতেই বুধাদিত্য রাজযোগ। জানুয়ারির প্রথম সপ্তাহে ধনু রাশিতে সূর্য ও বুধের যুগলবন্দি। জ্যোতিষ মতে, কোনও রাশির শুভ পজিশনে এই যোগ হলে তার মান-সম্মান বাড়ে। কেরিয়ারে নতুন নতুন সুযোগ আসে। আর্থিক লাভের পথও খুলে যায়। নতুন সপ্তাহে মিথুন সহ মোট ৫টি রাশি লাভবান হতে পারে। প্রেম। কাজ। পরিবার। সব ক্ষেত্রেই সুখবরের ইঙ্গিত মিলছে। আসুন এক নজরে ১২টি রাশিরই ৫ থেকে ১১ জানুয়ারি ২০২৬ এর রাশিফল দেখে নেওয়া যাক।
মেষ সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে কাজের চাপ থাকবে। তবে ফল মিলবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। সিনিয়রদের সঙ্গে কথা বুঝে বলাই ভাল। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল। অপ্রয়োজনীয় খরচ এড়ান। পরিবারের কারও স্বাস্থ্যের দিকে নজর দিন। সপ্তাহের শেষে মানসিক চাপ কিছুটা কমবে।
বৃষ সাপ্তাহিক রাশিফল
বৃষ রাশির জন্য ২০২৬-এর প্রথম সপ্তাহ বেশ শুভ। প্রেমের দিক থেকে সময় রোম্যান্টিক। ব্যবসায় লাভের যোগ। আয় বাড়তে পারে। যাঁরা বিবাহযোগ্য, তাঁদের বিয়ের আলোচনা এগোতে পারে। সরকারি কাজে সাফল্য মিলবে। ধর্মীয় স্থানে যাওয়ার যোগ। আদালত সংক্রান্ত বিষয়েও স্বস্তি।
মিথুন সাপ্তাহিক রাশিফল
মিথুন রাশির জন্য সপ্তাহটি লাভজনক। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। পুরনো সম্পর্কের জট খুলবে। অফিসে কর্তাদের সহযোগিতা পাবেন। আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। সন্তানের শিক্ষা বা স্বাস্থ্যে খরচ বাড়তে পারে। দাম্পত্য জীবনে সহযোগিতা থাকবে। সপ্তাহান্তে রোম্যান্স।
কর্কট সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো নয়। কর্মক্ষেত্রে ধৈর্য দরকার। আর্থিক দিক কিছুটা দুর্বল থাকতে পারে। পুরনো দেনা নিয়ে চাপ বাড়তে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। সপ্তাহের শেষে সুখবর আসতে পারে।
সিংহ সাপ্তাহিক রাশিফল
নেতৃত্বের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে পারবেন। আর্থিক লাভের যোগ আছে। তবে অহংকার করলে ক্ষতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কথা কাটাকাটি এড়ান। স্বাস্থ্য মোটামুটি ভাল।
কন্যা সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে কাজের ফল দেরিতে মিলবে। হতাশ হবেন না। ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে যাবে। খরচ নিয়ন্ত্রণে রাখুন। দাম্পত্য জীবনে বোঝাপড়া জরুরি। সপ্তাহের শেষে স্বস্তি ফিরবে।
তুলা সাপ্তাহিক রাশিফল
তুলা রাশির জন্য সপ্তাহটি লাভের। সিনিয়রদের সহায়তা পাবেন। বাবার বা পিতৃতুল্য কারও পরামর্শ কাজে আসবে। আর্থিক দিক খুব শুভ। ভ্রমণের যোগ আছে। চাকরিতে সহকর্মীদের সহযোগিতা মিলবে। নিজের শখে খরচ করতে পারেন।
বৃশ্চিক সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে গোপন শত্রু থেকে সাবধান। অর্থ আসবে, তবে খরচও বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। সপ্তাহের শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।
ধনু সাপ্তাহিক রাশিফল
বুধাদিত্য রাজযোগের প্রভাব অনুভব করবেন। কেরিয়ারে উন্নতির ইঙ্গিত। নতুন কাজের প্রস্তাব আসতে পারে। আর্থিক লাভ সম্ভব। পরিবারে সুখের পরিবেশ। স্বাস্থ্য ভাল থাকবে।
মকর সাপ্তাহিক রাশিফল
মকর রাশির জন্য সপ্তাহটি সুখকর। বহুদিনের ইচ্ছা পূরণ হতে পারে। পরিবার পাশে থাকবে। দাম্পত্য জীবনে শান্তি। কাজের জায়গায় নতুন দায়িত্ব আসবে। সম্মান বা উপহার পেতে পারেন। সপ্তাহান্তে আনন্দ।
কুম্ভ সাপ্তাহিক রাশিফল
কুম্ভ রাশির জন্য সপ্তাহটি ইতিবাচক। বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে। চাকরিতে উন্নতির সুযোগ। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে মন যাবে। সপ্তাহের শেষে বড় চমক অপেক্ষা করছে।
মীন সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়বে। কাজের জায়গায় প্রশংসা মিলবে। আর্থিক দিক ধীরে উন্নত হবে। প্রেমের ক্ষেত্রে সময় অনুকূল। শরীরের যত্ন নিন। সপ্তাহের শেষে ভাল খবর।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।