Advertisement

6 To 12 October Weekly Rashifal: ৬ থেকে ১২ অক্টোবর ১২ রাশির সাপ্তাহিক রাশিফল দেখে নিন

6 To 12 October Weekly Rashifal: অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে গ্রহ-নক্ষত্রের অবস্থানে বড় বদল। নতুন সপ্তাহে সূর্য-শুক্রের যুগলবন্দিতে তৈরি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ।

এক নজরে সাপ্তাহিক রাশিফল দেখে নিন।এক নজরে সাপ্তাহিক রাশিফল দেখে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Oct 2025,
  • अपडेटेड 6:36 PM IST
  • অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে গ্রহ-নক্ষত্রের অবস্থানে বড় বদল।
  • নতুন সপ্তাহে সূর্য-শুক্রের যুগলবন্দিতে তৈরি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ।
  • আসুন দেখে নেওয়া যাক, মেষ থেকে মীন, ১২টি রাশির ভাগ্যফল।

6 To 12 October Weekly Rashifal: অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে গ্রহ-নক্ষত্রের অবস্থানে বড় বদল। নতুন সপ্তাহে সূর্য-শুক্রের যুগলবন্দিতে তৈরি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ। সেই সঙ্গে নবপঞ্চম, ষডষ্টক, ত্রৈএকাদশ ও কেন্দ্র যোগের প্রভাবে একাধিক রাশির জাতক-জাতিকার জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে পারে। এই সপ্তাহে কারা লাভবান হবেন? আসুন দেখে নেওয়া যাক, মেষ থেকে মীন, ১২টি রাশির ভাগ্যফল।

মেষ (Aries)
এই সপ্তাহে কাজের জায়গায় নতুন সুযোগ মিলবে। অফিসে সিনিয়রদের প্রশংসা কুড়োতে পারেন। চাকরি বদলের ইচ্ছে থাকলে সুযোগ আসবে। খরচ কিছুটা বাড়লেও অর্থভাগ্য অনুকূলে। প্রেমে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে।

বৃষ (Taurus)
পারিবারিক সময় কাটানোর যোগ রয়েছে। ঘরে আনন্দময় পরিবেশ তৈরি হবে। চাকরিজীবীদের জন্য পদোন্নতির ইঙ্গিত। ব্যবসায়ীরাও লাভবান হবেন। দাম্পত্য জীবন সুখের হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার দরকার।

মিথুন (Gemini)
অফিসে ব্যস্ততা বাড়বে। নিজের সৃজনশীলতায় সবার মন জিতবেন। তবে রাগ নিয়ন্ত্রণে রাখা দরকার। ভ্রমণের সম্ভাবনা আছে, তা লাভজনকও হবে। পরীক্ষার্থীদের সাফল্য আসতে পারে। প্রেমে ওঠাপড়া থাকবে।

কর্কট (Cancer)
পরিবারে সৌহার্দ্য বজায় থাকবে। আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। অর্থভাগ্য উন্নতি হবে, তবে স্বাস্থ্য সমস্যা (বিশেষত পেট) তে ভুগতে পারেন। দাম্পত্য জীবন মধুর।

সিংহ (Leo)
নেতৃত্ব ক্ষমতা উজ্জ্বল হয়ে উঠবে। অফিসে নতুন দায়িত্ব আসবে। ব্যবসায় বিনিয়োগ করলে লাভ। সন্তানদের নিয়ে সুখবর পেতে পারেন। প্রেমে মিষ্টি সময় কাটবে। শিক্ষার্থীদের জন্য সময় শুভ।

কন্যা (Virgo)
আত্মবিশ্লেষণ ও পরিকল্পনা করার সময়। চাকরি পরিবর্তনের সম্ভাবনা। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারে সামান্য মতভেদ হলেও তা মিটে যাবে। প্রেমে ছোটখাটো সমস্যা হতে পারে।

তুলা (Libra)
আত্মবিশ্বাসে ভর করে অফিসে প্রশংসা পাবেন। নতুন প্রোজেক্টে সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা লাভ পাবেন। অবিবাহিতদের জন্য শুভ সম্পর্কের সম্ভাবনা। প্রেম-জীবন আনন্দময়।

বৃশ্চিক (Scorpio)
এই সপ্তাহে ওঠাপড়া থাকবে। কাজে কিছু বাধা এলেও ধৈর্যে তা কাটিয়ে উঠবেন। খরচ বাড়বে। পরিবারের কারও স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। প্রেমের ভুল বোঝাবুঝি কেটে যাবে।

ধনু (Sagittarius)
সামাজিক যোগাযোগ বাড়বে। অফিসে কাজের প্রশংসা আসবে। বিনিয়োগে লাভের সম্ভাবনা। পরিবারে শান্তি বজায় থাকবে। প্রেমে মিষ্টতা বাড়বে। ভ্রমণে লাভ।

মকর (Capricorn)
পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা হবে। কাজের জায়গায় চ্যালেঞ্জ এলেও সফল হবেন। আর্থিক অবস্থা স্থিতিশীল। পরিবারে কারও সঙ্গে মতভেদ হতে পারে। প্রেমে স্থিরতা আসবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।

কুম্ভ (Aquarius)
অফিসে নতুন দায়িত্ব মিলতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় লাভজনক। অর্থভাগ্য শুভ। প্রেম ও দাম্পত্য জীবন আনন্দময়।

মীন (Pisces)
কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা প্রবল। পদোন্নতি হতে পারে। অর্থভাগ্য অনুকূলে। প্রেমে ঘনিষ্ঠতা আসবে। স্বাস্থ্যও ভাল থাকবে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement