৭ জুলাই, সোমবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। জ্যোতিষ মতে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তৈরি হবে নীচভঙ্গ রাজযোগ। যার ফলে ভাগ্যোদয় হবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...
মেষ রাশি (Aries):
কপাল খুলবে মেষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
বৃশ্চিক রাশি (Scorpio):
লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
সিংহ রাশি (Leo):
কপাল খুলবে সিংহ রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসা লাভজনক হবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৬ জুলাই পূর্বাফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। এর প্রভাবে বৃষ, তুলা ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে। আগামী ১৩ জুলাই বক্রী হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে বৃষ, কর্কট ও মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। যার ফলে কপাল খুলবে ধনু, তুলা ও সিংহ রাশির জাতকদের।