জন্মছকে গ্রহ দুর্বল বা অশুভ স্থানে অবস্থান করলে গ্রহের বিভিন্ন ধরনের প্রতিকার করে থাকি। জন্মছকে শনি গ্রহের উপস্থিতিকে খুবই গুরুত্ব দেওয়া হয়। এই গ্রহ যদি কারোর জন্মছকে ভাল অবস্থায় থাকে তবে তাঁর ভাগ্য উন্নতির দিকে তরতরিয়ে যেতে কেউ আটকাতে পারেন না। অপরদিকে, যদি কারোর জন্মছকে শনির অবস্থান দুর্বল হয়, তবে তাঁর সৌভাগ্য দুর্ভাগ্য়ে পরিণত হয়। তাই জেনে নিন শনি জন্মছকে অশুভ অবস্থায় থাকলে কী কী করতে হবে।
-লগ্নে বা রাশিতে শনি অবস্থান করলে অন্যের সম্পত্তি অবৈধ ভাবে গ্রহণ করবেন না। মাছ, মাংস, সুরা পান এড়িয়ে চলুন।
-লগ্ন বা রাশির দ্বিতীয়ে শনি অবস্থান করলে কপালে তেল মালিশ করবেন না।
-লগ্ন বা রাশির তৃতীয়ে শনি অবস্থান করলে চোখের রোগে যাঁরা ভুগছেন, তাঁদের সাহায্য করুন, চোখের ওষুধ দান করুন।
-লগ্ন বা রাশির চতুর্থে শনি অবস্থান করলে সূর্য অস্তের পরে দুধ পান করবেন না। কালো পোশাক এড়িয়ে চলুন।
-লগ্ন বা রাশির পঞ্চমে শনি অবস্থান করলে মিষ্টান্ন বিতরন করবেন না, অনুপয়ে সামান্য লবন ব্যবহার করুন।
-লগ্ন বা রাশির ষষ্ঠে শনি অবস্থান করলে মন্দিরে বা ধর্মীয় স্থানে পাদুকা (জুতো) পরিবর্তন করবেন না। জুতো হারিয়ে গেলে বা চুরি হলে অন্যের জুতো পরে আসবেন না।
-লগ্ন বা রাশির সপ্তমে শনি অবস্থান করলে স্ত্রীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক এড়িয়ে চলুন।
-লগ্ন বা রাশির অষ্টমে শনি অবস্থান করলে খালি পায়ে স্নান করবেন না। খালি পায়ে যথাসম্ভব কম থাকুন।
-লগ্ন বা রাশির নবমে শনি অবস্থান করলে যথাসম্ভব মিথ্যা এড়িয়ে চলুন। মাছ, মাংস, সুরা পান এড়িয়ে চলুন বা কম করুন।
-লগ্ন বা রাশির দশমে শনি অবস্থান করলে কাছে কোনও রকম অস্ত্র রাখবেন না। এমনকি, ছোট ছুরি ব্লেডও না। যথা সম্ভব এক স্থানে বসে কাজ করুন।
-লগ্ন বা রাশির একাদশে এবং দ্বাদশে শনি অবস্থান করলে প্রতারণা, বঞ্চনা করবেন না, কর্মক্ষেত্রে ষড়যন্ত্রকারীর থেকে অনেক দূরে থাকুন।