Advertisement

 Zodiac Signs With Jealousy Issues: এই পাঁচ রাশির বন্ধু-বান্ধবী থেকে সাবধান, মারাত্মক হিংসুটে এরা ক্ষতিও করতে পারে

 Zodiac Signs With Jealousy Issues: জ্যোতিষশাস্ত্র বলছে, নির্দিষ্ট কয়েকটি রাশির জাতকদের মধ্যে এই ঈর্ষাবোধ সবচেয়ে বেশি দেখা যায়। সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি নিজের কাজেও এটি বড় ক্ষতি ডেকে আনতে পারে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Jan 2026,
  • अपडेटेड 6:56 PM IST

 Zodiac Signs With Jealousy Issues: অনেক মানুষই অন্যের সাফল্য বা উন্নতি দেখে ঈর্ষান্বিত হন। কিন্তু কারও ক্ষেত্রে এই প্রবণতা সামান্য, আবার কারও মধ্যে তা অত্যন্ত তীব্র। জ্যোতিষশাস্ত্র বলছে, নির্দিষ্ট কয়েকটি রাশির জাতকদের মধ্যে এই ঈর্ষাবোধ সবচেয়ে বেশি দেখা যায়। সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি নিজের কাজেও এটি বড় ক্ষতি ডেকে আনতে পারে।

মেষ রাশি
মেষ রাশির জাতকেরা আবেগপ্রবণ এবং রেগে যান দ্রুত। এই কারণে তাঁরা তাড়াতাড়ি ঈর্ষান্বিত হন। কখনও কখনও রাগে এমন আচরণ করেন যা সম্পর্কের স্থিতি নষ্ট করে দেয়। অল্পক্ষণের উত্তেজনা থেকেও জটিলতা তৈরি হতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকেরা স্বভাবতই অত্যন্ত সংবেদনশীল। সম্পর্ককে কেন্দ্র করে তাঁদের মধ্যে পজেসিভনেস বেশি থাকে। নিজের মনের কথা প্রকাশ করতে না পারায় তাঁরা অন্তরে ঈর্ষা জমিয়ে রাখেন। এর ফলে সম্পর্কে ভুল–বোঝাবুঝি বাড়তে পারে।

আরও পড়ুন

সিংহ রাশি
সিংহ রাশির মানুষেরা সব সময় কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। তাঁরা নেতৃত্ব দিতে ভালোবাসেন। কিন্তু অন্য কেউ সামনে এলে বা বেশি গুরুত্ব পেলে সিংহ রাশি দ্রুত ঈর্ষান্বিত হয়ে পড়েন। বন্ধু বা সহকর্মীর সাফল্য অনেক সময় তাঁরা সহজে হজম করতে পারেন না।

বৃশ্চিক রাশি
জ্যোতিষ মতে, বৃশ্চিক রাশির জাতক–জাতিকাদের মধ্যে ঈর্ষাবোধ সর্বাধিক। অন্যের এগিয়ে যাওয়া বা প্রশংসা তাঁরা সহজে মানতে পারেন না। এই ঈর্ষা তাঁদের আচরণে প্রভাব ফেলে এবং অনেক সময় উত্তেজিত বা আক্রমণাত্মক প্রতিক্রিয়াও তৈরি হয়।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকেরা অন্যের সঙ্গে তুলনা করতে অভ্যস্ত। কেউ বেশি ভালো করলে তাঁদের মনে অসন্তোষ বাড়ে। নিরাপত্তাহীনতার কারণে তাঁরা প্রায়ই ঈর্ষার শিকার হন। নিজের কাছের মানুষদের সঙ্গেও এই মানসিকতা দূরত্ব তৈরি করে।

 

Read more!
Advertisement
Advertisement