Advertisement

Shani Sade Sati Facts: শনির সাড়েসাতি শেষ, তবুও দুর্ভাগ্য চলছে, কেন? বিশিষ্ট জ্যোতিষী যা জানালেন

সাড়ে সাত বছর পার। চলতি বছর ২৯ মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন। কিছু রাশির উপর থেকে কেটেছে শনির সাড়েসাতি ও ধাইয়া। কিন্তু প্রশ্ন উঠছে, এরপরও অনেকের জীবনে দুর্ভোগ চলছে কেন?

২৯ মার্চের পরও কেন খারাপ সময় যাচ্ছে?২৯ মার্চের পরও কেন খারাপ সময় যাচ্ছে?
সৌমিক মজুমদার
  • কলকাতা,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 3:48 PM IST
  • ২৯ মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন।
  • কিছু রাশির উপর থেকে কেটেছে শনির সাড়েসাতি ও ধাইয়া।
  • বিস্তারিত ব্যাখ্যা দিলেন জ্যোতিষ বিশেষজ্ঞ ড. অরুণেশ কুমার শর্মা।

Shani Sade Sati Facts: সাড়ে সাত বছর পার। চলতি বছর ২৯ মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন। কিছু রাশির উপর থেকে কেটেছে শনির সাড়েসাতি ও ধাইয়া। কিন্তু প্রশ্ন উঠছে, এরপরও অনেকের জীবনে দুর্ভোগ চলছে কেন? এই বিষয়েই বিস্তারিত ব্যাখ্যা দিলেন জ্যোতিষ বিশেষজ্ঞ ড. অরুণেশ কুমার শর্মা। তার আগে জেনে নিন-

কোন কোন রাশির শনির সাড়েসাতি ও ধাইয়া শেষ হয়েছে?
২০২৫ সালের ২৯ মার্চ শনি মীন রাশিতে গমন করেছেন। এই দিন থেকে মেষ ও মীন রাশির উপর শুরু হয়েছে সাড়েসাতি। অন্যদিকে, মকর ও ধনু রাশির উপর থেকে কেটেছে শনির সাড়েসাতি। সিংহ রাশিতে শুরু হয়েছে ধাইয়া। কর্কট ও বৃশ্চিক রাশির ধাইয়া শেষ হয়েছে।

তাহলে এখনও জীবনে এত সমস্যা কেন?
ড. অরুণেশ কুমার শর্মার মতে, রাশির উপর শনির প্রভাব থাকলে, বাকি গ্রহগুলির অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, কারও অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থান হলে বিশেষ ধরনের ফল দেখা যায়। আবার কারও গ্রহের সমন্বয় নেতিবাচক হলে শনির সাড়েসাতি বা ধাইয়া কেটে যাওয়ার পরও সমস্যা বজায় থাকতে পারে।

প্রভাব সঙ্গে সঙ্গে কাটে না কেন?
শুধু রাশি পরিবর্তন হলেই শনির প্রভাব থেমে যাবে, এমনটা নয়। শনি ধীরগতির গ্রহ। এক ঘরে আড়াই বছর পর্যন্ত থাকেন। তাই প্রভাবও ধীরে ধীরে কমে। ড. শর্মা জানান, একে আবহাওয়ার সঙ্গে তুলনা করা যায়। যেমন, বর্ষা শুরু বা শেষের আগে ও পরে মাঝেমধ্যে বৃষ্টি হয়। তেমনই গ্রহের প্রভাবও আস্তে আস্তে বদলায়।

সাড়েসাতি কেটে যাওয়ার পরও কতদিন প্রভাব থাকে?
বিশেষজ্ঞের মতে, সাধারণত ৩-৪ মাস পর্যন্ত শনির রেশ থেকে যায়। আবার ব্যক্তিগত গ্রহের অবস্থান অনুযায়ী এই সময়সীমা ৫-৬ মাস পর্যন্তও হতে পারে।

সকলের ক্ষেত্রে কি প্রভাব একইরকম?
না, জ্যোতিষচর্চা দু’ভাবে হয়। সার্বিক ও ব্যক্তিগত। সার্বিকভাবে কিছু প্রভাব কমন হলেও, প্রত্যেক ব্যক্তির নয়টি গ্রহের অবস্থান আলাদা। তাই ফলও ভিন্ন।

Advertisement

‘শনি উপহার দেন’, এই কথা কতটা সত্যি?
এই বিষয়ে ড. অরুণেশ কুমার শর্মা স্পষ্ট বলেন, 'শনি যাওয়ার আগে উপহার দেন'— এমন ভাবনারও যুক্তি নেই। আসলে, শনির প্রভাব কমার সঙ্গে সঙ্গে যদি অন্য গ্রহের অবস্থান শুভ হয়, তবে এমনিতেই সুফল মিলবে। যেমন ধরুন, কারও জ্বর হয়েছে। সেই জ্বর কমে গেলে শরীর এমনিই চাঙ্গা হয়ে যাবে। তার মানে তো এই নয় যে জ্বরই আপনাকে চাঙ্গা করে দিল।ফলে একে শনির উপহার দেওয়া বলাটা ঠিক নয়।

মনে রাখবেন
রাশি অনুযায়ী শনির সাড়েসাতি ও ধাইয়া শেষ হলেও, তার প্রভাব নির্ভর করে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর। সাধারণত সাড়েসাতি ও ধাইয়ার পরও ৪-৫ মাস নেতিবাচক সময় বিরাজ করতে পারে।

Read more!
Advertisement
Advertisement