Shani Dev blessings: শনিদেবের কৃপা পেতে বহু মানুষ শনিবার উপোস করেন। অনেকে তেল দান করেন, শনিচরণ স্তোত্র পাঠ করেন। তবে পৌরাণিক কাহিনি অনুযায়ী, শনির কঠোর দৃষ্টি কাটাতে হলে এক বিশেষ দেবতার পুজো অত্যন্ত জরুরি। তিনি হলেন হনুমান, বজরঙ্গবলী। কেন হনুমানজিকে পুজো করলে শনিদেব তুষ্ট হন? ‘রামায়ণ’ এবং বিভিন্ন পুরাণে একাধিকবার বলা হয়েছে, হনুমানজি ছিলেন ভগবান শ্রীরামের পরম ভক্ত। রামচন্দ্রের আদেশে তিনি লঙ্কার যুদ্ধে অংশ নেন এবং অসাধারণ বীরত্বের পরিচয় দেন। সেই সময় লঙ্কাপতি রাবণের কক্ষে বন্দি ছিলেন শনিদেব। তখন হনুমান রাবণের অগ্নিদগ্ধ লঙ্কা থেকে শনিদেবকে মুক্ত করেন। 'ব্রহ্মান্ড পুরাণ'-এ একটি কাহিনিতে বলা হয়, শনিদেব সেই সময় নিজে হনুমানকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, যে ভক্ত হনুমানজিকে মন থেকে শ্রদ্ধা করে, তাঁর উপরে শনির কঠোর দৃষ্টি পড়বে না। অর্থাৎ, শনিদেব হনুমানের ভক্তদের প্রতি সদয় থাকেন। তাই শনির কৃপা চাইলে, আগে হনুমানজিকে সন্তুষ্ট করতে হবে।
অর্থ ও সম্মান বৃদ্ধি
অনেকেরই শনিদেবের বিষয়ে কিছু ভুল ধারণা আছেন। শনির নাম শুনলেই আঁতকে ওঠেন। কিন্তু শনিদেব যে কেবল কষ্টই দেন, তা কিন্তু নয়। তিনি কর্মফলের দেবতা। যার কর্ম যত ভাল, তার ভাগ্য ততই উজ্জ্বল হয়। শনি সদয় হলে জীবনে অর্থ, যশ, মান-সম্মান দ্রুত বাড়ে। তাই শনির কৃপা পেতে প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজির আরাধনা করুন।
হনুমান চালিশা পাঠ করুন
সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে হনুমান মন্দিরে প্রণাম করুন
মেঘরঙা বা গাঢ় নীল রঙের কাপড় পরে হনুমান মন্দিরে যান
শনির দোষ কাটাতে কষ্ঠহরণ স্তোত্র, বজরং বান পাঠ করুন
গ্রহদোষ থেকে মুক্তির উপায়
জ্যোতিষ মতে, শনির সাড়ে সাতি বা ধাইয়াতে ভয় পাওয়ার কিছু নেই। এটিকে ধৈর্যের পরীক্ষা হিসাবে ফেস করুন। এই সময়ে জীবনে নানা বাধা আসে। কর্মক্ষেত্রে সমস্যা, আর্থিক অনটন, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি। তবে মনে রাখবেন, এই সময় সৎ পথে থেকে আপনাকে লড়াই করতে হবে। সাড়েসাতি, ধাইয়া সবই সাময়িক। খারাপ সময় কেটে সুসময় আসবেই। আর এই কঠিন সময়ে মনোবল বাড়াতে হনুমানজির নিয়মিত পুজোপাঠ করুন।
অনেক পণ্ডিতের মতে, হনুমান পুজোর সময় লাল ফুল, বেসন লাড্ডু ও সিঁদুর অর্পণ করলে তিনি তুষ্ট হন। হনুমানজিও সন্তুষ্ট হন, শনিদেবও কৃপা করেন।
শনির কৃপা চাইলে এগুলি এড়িয়ে চলুন…
মিথ্যা বলা ও প্রতারণা করা
বাবা মা বা গুরুজনদের অসম্মান করা
দরিদ্র ও অসহায়দের অপমান করা
পরের সম্পত্তি বা স্ত্রীর প্রতি লোভ করা
শাস্ত্র মতে, শনিদেব কঠোর হলেও ন্যায়পরায়ণ। তিনি কখনও অকারণে শাস্তি দেন না। তাই জীবনে শুভ ফল পেতে হলে নিজের কর্ম ভালো রাখার পাশাপাশি হনুমানজির শ্রদ্ধা করুন। তাঁর কৃপা মিললে, শনিদেবও নিজে থেকে সদয় হবেন। আর সেই কৃপা পেলে অর্থ, যশ, সুনাম সবই আসবে আপনার জীবনে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।