বৈদিক শাস্ত্র মতে, রাহুকে মায়াবী ও ছায়াগ্রহ বলা হয়। রাহু খারাপ হলে যে কোনও রাশির জাতকরা নানা সমস্যায় পড়েন। তবে রাহুর অত্যন্ত প্রিয় এই রাশির জাতকরা। সুখ-সাফল্যে ভরে থাকে জীবন।
বৃশ্চিক রাশি (Scorpio):
রাহুর সবচেয়ে প্রিয় রাশি হল বৃশ্চিক। এই রাশির জাতকরা ব্যাপক উন্নতি করেন। রাহুর আশীর্বাদে চাকরি-ব্যবসায় সাফল্য পান। সব বাধা কেটে যায়। সুখ-শান্তিতে কাটে জীবন।
সিংহ রাশি (Leo):
রাহুর আরও এক প্রিয় রাশি হল সিংহ। কর্মক্ষেত্রে এই রাশির জাতকরা সাফল্যের মুখ দেখেন। ব্যবসায়ীরা অনেক উন্নতি করে থাকেন। রাহুর আশীর্বাদে কমে যায় রোগ-জ্বালা। সব স্বপ্নপূরণ হয়।
অন্য দিকে, আগামী ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। কপাল খুলবে মেষ, কর্কট ও মীন রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের।