Advertisement

স্পেশাল

৭৬ নিখোঁজ শিশুর সন্ধান পেলেন মহিলা অফিসার, বদলে মিলল প্রোমোশন

Aajtak Bangla
  • 19 Nov 2020,
  • Updated 7:26 PM IST
  • 1/7


পরিবারের থেকে দূরে চলে যাওয়া ৭৬টি নাবালক-নাবালিকাদের তাঁদের মা-বাবার কাছে ফিরিয়ে দিল দিল্লি পুলিশের হেড কনস্টেবল সীমা ঢাকা। এই সাহসী কাজের জন্য পদোন্নতি হয়েছে সীমার। তিনিই প্রথম কোনও পুলিশ অফিসার যিনি এই ইনসেনটিভ স্কিম পেলেন।
 

  • 2/7

শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি-পাঞ্জাব রাজ্য থেকেও হারিয়েছে এমন শিশুরাও ছিল ওই দলে। 
 

  • 3/7

পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ৭৬ জন শিশুর মধ্যে ৫৬ জনের বয়স ১৪ বছরের নীচে। 
 

  • 4/7

দিল্লির বিভিন্ন পুলিশ স্টেশনে ৭৬ জনের নামে মিসিং ডায়রিও হয়েছে। দিল্লি এবং অন্যান্য রাজ্যে থেকে যেভাবে কঠোর পরিশ্রম করে এই কাজ করেছেন সীমা, কুর্নিশ জানিয়েছে দিল্লি পুলিশ।  

  • 5/7

নিখোঁজ হওয়া শিশুদের সন্ধানের জন্য কর্মীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ৫ আগস্ট দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব আউট-অফ-টার্ন প্রমোশন ইনসেনটিভ স্কিম শুরু করেছিলেন।

  • 6/7

যে কোনও কনস্টেবল / হেড কনস্টেবল যারা এক বছরের ক্যালেন্ডার মাসের মধ্যে ১৪ বছরের কম বয়সিদের নিখোঁজ বাচ্চাদের উদ্ধার করবেন তাঁদের অবদানের জন্য বিবেচিত হবে। একই সময়ে ১৫টির বেশি শিশুদের সন্ধান দিতে পারলে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

  • 7/7

এই ঘটনায় সীমা ঢাকাকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন দিল্লি পুলিশ কমিশনারও।

Advertisement
Advertisement