Advertisement

স্পেশাল

Gangasagar 2021: গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ১৫ লক্ষ, e-স্নান সারলেন ২ লক্ষ

প্রসেনজিৎ সাহা
  • 14 Jan 2021,
  • Updated 9:29 PM IST
  • 1/7

করোনা আবহে গঙ্গাসাগর মেলা একেবারেই জৌলুসহীন। করোনা পরিস্থিতির মধ্যে পুণ্যার্থীরা মেলায় আসবেন কী না তা নিয়ে সংশয় ছিল। তাও এ বছর মকরসংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় এসেছেন পনেরো লক্ষ পুণ্যার্থী। 

  • 2/7

রাজ্যের পঞ্চায়েত ও জনকল্যাণ ও কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই তথ্য জানিয়েছেন। জানা গিয়েছে এ বছর করোনা আতঙ্কে সাগরে না গিয়ে ই-স্নান করেছেন ২ লক্ষেরও বেশী পুণ্যার্থী। 
 

  • 3/7

বৃহস্পতিবার সকাল থেকে ধীরে ধীরে ভিড়ের পুরনো ছন্দে ফিরতে থাকে সাগরতট। বেলা বাড়ার পর ভিড় আরও বাড়ে। এদিন সকাল ৬টা ২ মিনিট থেকে মকরসংক্রান্তিতে পুণ্যযোগ স্নান শুরু হয়।
 

  • 4/7

তবে শুধু মকরসংক্রান্তি নয়, পয়লা মাঘ স্থানীয় বাসিন্দারা সাগরস্নান করেন। এটা দীর্ঘদিনের রীতি। তাই সেই মোতাবেক শুক্রবারও লক্ষাধিক পুণ্যার্থী স্নান করবে, এমনটাই আশা করছে জেলা প্রশাসন।
 

  • 5/7

বৃহস্পতিবার সাগরতটে ভিড় জমায় লক্ষ লক্ষ পুণ্যার্থী। মকর সংক্রান্তির চেনা ছবিই ধরা পড়ল অচেনা আবহে। তবে সমুদ্রতট জুড়ে ছিল কোভিড বিধির প্রচার।
 

  • 6/7

তবে পিছিয়ে নেই ই-স্নান। এই প্রথমবার এমন স্নানের ব্যবস্থা করা হয়েছিল।  ই-‌স্নানের জন্য স্টল থেকে বিনামূল্যে বিতরণ করা হয় ঘটভর্তি গঙ্গাজল।  
 

  • 7/7

সব মিলিয়ে এবারের গঙ্গাসাগর মেলায় সংক্রান্তি তিথিতে মানুষের শেষ মুহূর্তের ভিড় হাসি ফুটিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মুখে। আর মেলার শেষে পুরো দ্বীপকে কোভিড মুক্ত রাখাই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

Advertisement
Advertisement