Advertisement

স্পেশাল

পুলিশের উদ্যোগে মণ্ডপে ঘুরলো শিলিগুড়ির বিশেষ চাহিদাসম্পন্নরা

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 04 Nov 2021,
  • Updated 9:03 PM IST
  • 1/7

দুর্গাপুজোর মতো শ্যামাপুজোতেও বৃদ্ধাশ্রমের বয়স্ক নাগরিকদের ও বিশেষ চাহিদা সম্পন্নদের পুজা পরিক্রমার ব্যবস্থা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

  • 2/7

বৃহস্পতিবার সকালে দুটি বাস ও একটি বিশেষ চাহিদা সম্পন্নদের গাড়িতে করে কমিশনারের অফিস থেকে এই পরিক্রমার সূচনা হয়। পরিক্রমার পাশাপাশি সকাল ও দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন কমিশনার।

  • 3/7

বয়সের ভারে শহরের প্রচুর প্রবীণ নাগরিক আজ গৃহবন্দী ,অনেকে আবার হয়েছেন বৃদ্ধাশ্রমে । তবে পুজোর এই কয়েকটা দিন ওদের মনে ইচ্ছে জাগে মণ্ডপে মণ্ডপে ঘুরে সকলের সাথে পুজোর আনন্দটা ভাগ করে নেওয়ার।

  • 4/7

তবে ইচ্ছে থাকলেও উপায় হয় না। এই বিষয়টিকেই মাথায় রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মার উদ্যোগে বৃদ্ধাশ্রম এর আবাসিক ও বিশেষ চাহিদা সম্পন্ন দের কালীপুজো পরিক্রমা ব্যবস্থা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার গৌরব শর্মা।

  • 5/7

এদিন শিলিগুড়ির কাওয়াখালীস্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমের আবাসীকদের ও জলপাইগুড়ির একটি বিশেষ চাহিদা সম্পন্নদের হোমের থেকে বেশ কিছু শিশুদের এদিন এই পরিক্রমার আয়জন করা হয়।

  • 6/7

বৃহস্পতিবার সকালে পুলিশ কমিশনারেটের কার্যালয় থেকে সবুজ পতাকা দেখিয়ে এই পরিক্রমার যাত্রা শুরু করেন কমিশনার গৌরব শর্মা ।পাশাপশি, তাদের হাতে খাওয়ারের প্যাকেট, মাস্ক, স্যানিটাইজার তুলে দেন তিনি।

 

  • 7/7

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার জানান, মোট তিনটি গাড়িতে তাদের নিয়ে যাওয়া হচ্ছে, সাথে একটি অ্যাম্বুলেন্সও দেওয়া হয়েছে। তাদের যাতায়াত ও খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

Advertisement
Advertisement