ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন।
দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার।
এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাতও দেওয়া হয়।
ঠিক হয় স্কাইওয়াক ওঠার জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়ি। যদিও শুরুর দিকে দোকানপাট সরানো, হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে ২০২১ সালের শেষদিক পর্যন্ত সময় লেগে যায়।
বর্তমানে হকার পুনর্বাসনের সমস্যা মিটে গিয়েছে। স্কাইওয়াকের কাজও সম্পূর্ণ। তা মুখ্যমন্ত্রীর সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতেই স্পষ্ট। এবার পালা উদ্বোধনের।
কালীঘাট মন্দিরের মাথায় বসানো হয়েছে তিনটি সোনার চূড়া।
নিখাদ ২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি তিন তিনটে সোনার চূড়া।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ৫০ কিলোগ্রাম সোনা ব্যবহার করা হয়েছে মন্দিরের চূড়োয়।
সোনার ছোঁয়া লাগলেও আগের স্থাপত্যের বদল করা হয়নি।
স্থানীয়রা মনে করছেন, স্কাইওয়াকটির ফলে কালীঘাটের ওই রাস্তায় যানজট কমবে। হাঁটাচলা করা যাবে ঠিকমতো এবং দুর্ঘটনাও কম হবে।